একের পর এক দেশ চীনকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে , এবার বিরাট পদক্ষেপ নিলো ব্রিটেন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia ,  অজয় দাস :- করোনা ভাইরাস থেকে কিছুটা মুক্তি পেতে না পেতেই ইউরোপের কিছু দেশ ও আমেরিকা ভারতের দিকে ঝুঁকে পড়ছে। ইতি মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ান চীনকে বাদ দিয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। গতকালই আপনাদের ইউরোপের আরো এক দেশ লিথুয়ানিয়া ( lithuania ) চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা আপনাদের জানিয়েছি।

কিন্তু এবার ইউরোপের ধনী দেশ গুলির মধ্যে একটি হলো ব্রিটেন। ব্রিটেন আগেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা হয়েছে। এবার ব্রিটেন ভারতের সাথে মুক্ত বাণিজ্য ( ফ্রি ট্রেড এগ্রিমেন্ট / Free trade agreement ) চুক্তি করতে চলেছে। গতকাল অথাৎ ২৫ মে থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ভারত ও ব্রিটেন এই ফ্রি ট্রেড  এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবে। মনে করা হচ্ছে দুই দেশই এই এগ্রিমেন্ট করার জন্য বদ্ধ পরিকর।

এতে দুই দেশরই উপকার হবে। একদিকে যেমন ব্রিটেনের বড় বড় কোম্পানি গুলির প্রযুক্তি ও অর্থ ভারতে আসবে অন্যদিকে ভারতে এর ফলে ব্যবসা বৃদ্ধি পাবে। মানুষের রোজগার বৃদ্ধি পাবে। সরকারের কাছে বেশি পরিমানে ট্যাক্স আসবে। ঠিক যেমনটা আজ থেকে ৩০ বছর আগে চিনে হয়েছিল।

আরো পড়ুন :- রাশিয়া ও চীন কাছাকাছি আসলে ভারতের লাভ না ক্ষতি ? দেখুন বিশ্লেষণ

তখন চীন বিশ্বের সমস্ত বড় কোম্পানি গুলির জন্য তাদের দরজা খুলে দিয়েছিলো ফলে চিনে বিদেশী অর্থ আসে আর তারই কারণে চীন দ্রুততার সাথে এক বিরাট আর্থিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু তখন চীনকে বিদেশী কোম্পানি গুলিকে তাদের দেশে আনতে হয়েছিল।

কিন্তু এখন বিদেশী কোম্পানি গুলি নিজে থেকেই ভারতে আসার ইচ্ছে প্রকাশ করছে। এতে ব্রিটেনের কোম্পানি গুলি যদি ভারতে আসে একদিকে ব্রিটেনের উপকার হবে অন্য দিকে ভারতের ও উপকার হবে। কারণ ব্রিটেনের কাছে প্রযুক্তি ও অর্থ দুটোই আছে। এমনকি আগেই দেখা গেছে চীনের থেকে ব্যবসা গুটিয়ে অনেক কোম্পানি ভারতে এসেছে। অনেক কোম্পানি ব্যাবসার কিছু অংশ চীনের থেকে সরিয়ে ভারতে এনেছে।

আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- চীনকে ট্রিলিয়ান ডলারের ঝাটকা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন