Bangla News Dunia : S. Datta Roy – ভারত -চীন সীমান্ত সমস্যা বহু আগে থেকেই চলে আসছে। একনজরে দেখে নেওয়া যাক আজ পর্যন্ত কখন কি নিয়ে ভারত -চীন সীমান্ত সংঘর্ষ তৈরী হয়েছে —
১৯৬২ সাল — ভারতের অরুণাচলপ্রদেশ ও লাদাখে পিপলস লিবারেশন আর্মি হানা দিয়েছিলো। দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত এটাই সবথেকে বড়। টানা ১ মাস ধরে সীমান্তে উত্তেজনা চলছিল। ৩২৫০ জন ভারতীয় জওয়ান এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন এবং আকসাই চীন ভারতের হাতছাড়া হয়েছিল।
১৯৬৭ সাল — ভারতীয় জওয়ানরা সিকিমে চীনকে ঠেকাতে কাঁটাতারের বেড়া দিয়েছিলো ,তখন পিএলএ গুলি করে ,ভারত চীনা বাঙ্কার গুড়িয়ে দেয়। চীন চোলা দখল করতে চাইলে ভারত বাধা দেয়।
১৯৮৭ সাল — অরুণাচলপ্রদেশ পূর্ণ রাজ্যের মর্যাদা পেতেই চীন সেখানে হেলিপ্যাড বানাতে শুরু করে ,তারপর বায়ুসেনা সব জিনিস নিয়ে সীমান্তে ফেলে দেয় ও আলোচনার মাধ্যমে সংঘাত থামে।
২০১৭ সাল — ডোকলামে চীন রাস্তা বানাতে চাইলে ভারত প্রতিবাদ করে এবং ৭৩ দিন ধরে এই বিবাদ চলে। শেষ অবদি ৬ সপ্তাহ আলোচনার পর উভয় পক্ষই থিম যায়।
২০২০ সাল — ৫/৬ মে পূর্ব লাদাখের প্যাংগং লেকের কাছে ভারত ও চীন সেনার সংঘর্ষ হয় ,কিছু চীন সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পরে। ৯ মে সিকিমের নাকুলার কাছে আবার সমস্যা তৈরী হয়।
Highlights
১. ভারত -চীন সীমান্ত সমস্যা বহু পুরানো।
২. ভারত -চীন সীমান্ত সমস্যার সম্পূর্ণ ইতিহাস ঘুরে দেখা।
# ভারত # চীন # সীমান্ত সমস্যা