Bangla News Dunia, সমরেশ দাস : – মহিলাদের সমান সমান অধিকারের জন্য এখনো পর্যন্ত অনেক জেলা , দেশ, বিদেশে মেয়েদের লড়তে হয় । প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা প্রমান করেছে যে তারা পুরুষদের থেকে কোনো অংশে কম নন বরং তারা এগিয়ে আছেন । মহিলারা কথাই নেই , মরটাল কম্ব্যাট , যুদ্ধ বিমান , সীমান্তে , স্পেশাল ফোর্সে , এমন কোনো কিছু নেই যেখানে তারা পা রাখেনি । তাই আরেকবার প্রমান করলো যে তারা পারে এই জগৎ সংসারকে ধরে রাখতে ও আরো ভালো করে রাখতে ।
এমনটাই প্রমান হলো এবারে করোনা মোকাবিলার ক্ষেত্র তে । যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , ব্রিটেন এর প্রধানমন্ত্রী বরিস জনসন , ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পা কোন্তেরা , স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রীতিমতো হিমশিম খাচ্ছেন এই মহামারীকে ঠেকাতে । ঠিক অন্য দিকে ছয়টি দেশ যথাক্রমে ডেনমার্ক , বেলজিয়াম , আইস্ল্যাণ্ড , ফিনল্যাণ্ড , নিউজিল্যান্ড , জার্মানি খুব সুন্দর ভাবে এই মহামারীকে সামলাচ্ছেন ও এই সমস্ত দেশ এ সংখ্যা খুবই কম । এদের মধ্যে একটাই মিল যে এরা সবাই মহিলা ।
[ আরো পড়ুন :- লক ডাউনে বন্ধ নেশা , স্বস্তিতে অভিভাবকেরা ]
১. বেলজিয়াম : এখানে ১০ জন মারা যাবার পরই সম্পূর্ণ লকডাউন করে দেন প্রধান মন্ত্রী সোফি ভিলমেস ।
২. ডেনমার্ক : এখানে পরিস্থিতি এখন ভালো, আগামী ১৫ই এপ্রিল থেকে স্কুল ও ডে কেয়ার গুলি খোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী মেট ফ্রেড্রিকসন । তিনি আরো পদক্ষেপ নিয়েছেন যাতে কোনো বেসরকারি কারো চাকরি না যাই তার জন্য ৭৫ শতাংশ কর্মীদের বেতন সরকারি ভাবে দেবেন ।
৩. ফিনল্যাণ্ড : এখানে সুস্থতার শতাংশ ৮৮, আরো একমাস ধরে এখানে চলবে লকডাউন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সানা মারিন ।
৪. আইস্ল্যাণ্ড : এখানে সুস্থ হয়েছেন ৯৯ শতাংশ মানুষ , সবথেকে প্রশংসনীয় হলেন প্রধানমন্ত্রী ক্যাথরিন জ্যাকপ্সতৌয়ের তিনি কাজ হারানো ৭৫ শতাংশ মানুষের মাইনে নিশ্চিত করেছেন ।
৫. নিউজিল্যান্ড : প্রধানমন্ত্রী জেসিন্দ্আ আর্ডেন তিনি প্রথম ২৫শে মার্চ লকডাউন ঘোষনা করেন । এখন মাত্র ৫৪ জন হসপিটালে ভর্তি আর সুস্থ হয়েছেন ৬৫ জন ।
৬. জার্মানি : এখানে আক্রান্ত ১ লক্ষ বা তার অধিক কিন্তু ৯৫ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন । এখানে চ্যান্সেলর এঞ্জেলা মর্কেলের দ্বারা ১১ই মার্চ থেকে সামাজিক দূরত্ব বজায় ছিল ।
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, তারও অবদান কিছু কম নেই এই মহামারীতে সব ঠিক রাখতে ও এই মহামারীকে বাড়তে না দেওয়াতে ।