Bangla News Dunia, সমরেশ দাস :- ২০২০ মানে বিশ বিশ অন্য ভাবে যদি দেখি বিষ বিষ মানে অতি খারাপ । সেই জানুয়ারী থেকে শুরু অর্ধেক বছর শেষ হয়ে গেলো মানুষ এখনো ঠিক করে বাড়ির বাইরে গিয়ে কাজ শুরু করতে পারলো না ।
জানুয়ারী তে শোনা গিয়েছিলো করোনা যেটা আমাদের দেশে সেই রকম ভাবে ছড়াতে লাগলো মার্চ কিন্তু একটা ভয় শুরু হয়েগিয়েছিল জানুয়ারী থেকেই ।
তারপর এলো আমফন , শেষ হলো তো আবার নিসর্গ । তার আগে পঙ্গপাল , ক্ষেতের পর ক্ষেত শেষ করে দিলো । শুরু হলো ভূমিকম্প । এক নয় , নিয়ম করে প্রায় প্রতিদিন কেঁপে ওঠা শুরু হলো । দিল্লী , গুজরাট , আহমেদাবাদ , মিজোরাম এবারে মেক্সিকো ।
গতকাল তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি হয়েছে সুনামির সতর্কতা! প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এ’হেন তীব্রতার কম্পনে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে !
মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সমুদ্রপিঠ থেকে প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়ে ৷ সুনামি সতর্কতা জারি হয়েছে হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায় ৷ এপিকসেন্টার থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে, সতর্ক করেছে হাওয়া অফিস।
Highlights
১. একের পর এক দুর্যোগ শুরু হয়েছে পৃথিবীর উপরে
২. গতকাল তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো
৩. মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সমুদ্রপিঠ থেকে প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়ে
#Earthquake #Mexico #RikhtarScale #Sunamialert