এবারে বাঘের শরীরে মিললো কোরনা ভাইরাস , পৃথিবীর প্রথম আক্রান্ত বাঘ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – সারা পৃথিবীর মানুষ ভীত , সন্ত্রস্ত হয়ে আছেন এই মরণ ভাইরাস কোরনার জন্য , একেরপর এক দেশ আক্রান্ত হচ্ছে এই ভাইরাস-এ । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা , মারা যাচ্ছেন  বহু মানুষ । বড়ো বড়ো দেশ রাষ্টনায়ক সবাই বড়ো  অসহায় হয়ে পড়েছেন এর কাছে । সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ গুলো হলো ইতালি , স্পেন , ফ্রান্স , আমেরিকা । এখনো পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১৩ লক্ষ মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন ।  ভারতবর্ষেও এর প্রভাব পড়েছে  এবং প্রতিদিন বাড়ছে এর সংখ্যা , এখনো পর্যন্ত ৩৫০০ এর উপরে মানুষ আক্রান্ত , মারা গিয়েছেন ৮৭ জন মানুষ ।

[ আরো পড়ুন :- অ্যান্টি প্যারাসাইটিকে বশ হবে করোনা ]

কিন্তু মানুষ পর্যন্ত ঠিক ছিল এবারে হলো যা তাতে সত্যি খুব ভয় পেয়েছেন ডাক্তারেরা , আমেরিকাতে একটা চিড়িয়াখানার ৬ সিংহ ও একটা বাঘের মধ্যে এই লক্ষণ পাওয়া গেছে । পরীক্ষা করা হলে বাঘটির মধ্যে এই ভাইরাস এর যখন পজিটিভ পাওয়া যায় ।এই ঘটনাটি ঘটেছে  আমেরিকার ব্রনক্স চিড়িয়াখানাতে ।

tiger

চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে যা জানা গেছে সেটি হলো যে চিড়িয়াখানাতে একজন কর্মী এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন এবং সম্ভবত তার থেকেই এটা হয়েছে । এটা খুব চিন্তার বিষয় যে এই ভাবে পশুদের হলে কিকরে থামানো  যাবে , এর আগেও একটি বিড়ালের মধ্যে এই ভাইরাস পাওয়া গিয়েছিলো আমেরিকাতে ও হুয়ান এর ২টো কুকুরের মধ্যে এই লক্ষণ ছিলো বলে এক পক্ষের দাবি ।

[ আরো পড়ুন :- দেখে মনে হচ্ছে দীপাবলি লেগেছে , প্রধানমন্ত্রীর ডাকে বেড়েছে মোমবাতির বিক্রি ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন