Bangla News Dunia, সমরেশ দাস : – এর আগেই ভারত ত্রাতা হিসাবে নিজেকে প্রমান করেছে , ভারত আমেরিকা কে হাইড্রোক্সিক্লোরোকুইনিন পাঠিয়েছে , এছাড়া আরো ১২ টি দেশকে ভারত এখনো পর্যন্ত এই ওষুধ দিয়েছে । সংযুক্ত আরব আমিরাত (UAE) হাইড্রোক্সিক্লোরোকুইনিন জন্য তারা আমেরিকা, ইসরায়েল , ব্রাজিলে আবেদন করার পর এবারে ভারতের কাছে আর্জি দিয়েছে ।
সমস্ত দেশ যখন এই মরণ ভাইরাসএর জন্য ঘরে কাবু , লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন , সমস্ত ডাক্তার থেকে বিজ্ঞানী সবাই শুধু চেষ্টা করে যাচ্ছেন কিকরে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় । ঠিক তখন ভারত বর্ষের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে পুরো না হলেও বেশ খানিকটা কাজ করে এই হাইড্রোক্সিক্লোরোকুইনিন এবং বেশ কিছু মানুষ সুফল ও পেয়েছেন এই ওষুধের জন্য । আর এই জন্য এই ওষুধের চাহিদা সারা বিশ্বে এতো বেশি ।
[ আরো পড়ুন : ভারতের সামনে সুবর্ণ সুযোগ জৈবপ্রযুক্তি শিল্পের ]
আর আমাদের দেশে অর্থাৎ ভারতে যেহেতু এই ওষুধের উৎপাদন সবথেকে বেশি তাই সমস্ত দেশ ভারতের উপরে ভরসা করে আছে , প্রথম দিকে কিছু নিশেধাক্ষা ছিল কিন্তু সেসব ঠিক হয়ে যাবার পর এখন ভারত অন্যান্য দেশকে প্রয়োজন মতো ওষুধ দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে ।
UAE তে সংক্রমণ হয়েছে ৫০০০ এর বেশি মানুষের এবং এখনো পর্যন্ত্য মারা গিয়েছেন ৩৩ জন । ভারতীয় রাজদূত পাবন কুমার এই দিন এক মিডিয়া তে হাইড্রোক্সিক্লোরোকুইনিন-এর আবেদন করেন ভারত সরকারের কাছে । এই বিষয়ে খুব দ্রুত আলোচনা করে তাদেরকে জানানো হবে বলে বলা হয়েছে ভারত সরকারের পক্ষথেকে ।