Bangla News Dunia , অজয় দাস :- পাকিস্তান এমন এক দেশ যে নিজেকে শুধরাতে চায় না। আর এমনটাই দেখা গেলো আরো এবার। ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে পাকিস্তানের TLP গোষ্ঠীকে আতঙ্কবাদী গোষ্ঠী বলে স্বীকৃত দেওয়া হলো। মূলত এই TLP গোষ্ঠীর আন্দোলনের পরেই ফ্রান্সের দূতাবাসের ১৫ কর্মচারীকে নিজের দেশে ফিরিয়ে নিয়ে যায় ফ্রান্স। এর পরেই সারা বিশ্বে পাকিস্তানের নিন্দা শুরু হয়। কিন্তু পাকিস্তান তো পাকিস্তান তাদের কানে কিছু আসে না।
এবার ইউরোপিয়ান ইউনিয়নের GSP+ ক্যাটাগরি থেকে পাকিস্তানকে বাদ দেবার পর পাকিস্তানের ব্যাবসায়ীরা চিন্তিত যে কিভাবে তাদের তৈরী পণ্য ইউরোপের বাজারে বিক্রি করবেন। কিন্তু পাকিস্তানের নেতাদের এই বিষয়ে কোনো মাথা ব্যাথা নেই। তারা ইউরোপের সাথে সম্পর্ক খারাপ করতে ব্যাস্ত।
আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : সাইবার হামলার শিকার আমেরিকা !
মূলত পাকিস্তানের কট্টর ধার্মিক আইন ” ঈস নিন্দা ” আইনে কিছু পরিবর্তনের কথা বলে ইউরোপিয়ান ইউনিয়ন। কিন্তু পাকিস্তানের নেতা মন্ত্রীরা তাদের বৈঠকে বলেন যে দেশের ” ঈস নিন্দা ” আইনে কোনো প্রকার পরিবর্তন হবে না। মূলত , ইউরোপিয়ান ইউনিয়ন চাইছিলো যাতে করে পাকিস্তানে ” ঈস নিন্দা ” আইনের যে অপব্যবহার করা হচ্ছে , তার জন্য সেখানকার সাধারণ মানুষ ও অন্য ধর্মালম্বী মানুষ এই আইনের শিকার না হয়।
মূলত সেখানকার মৌলবীরা , নিজের ইচ্ছে মতো কারো উপরে ” ঈস নিন্দা ” করার দোষ লাগিয়ে তাদের শাস্তি দিয়ে থাকে। এর থেকে মুক্তির জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এই আইনে পরিবর্তন আনার কথা বলেছিলো। কিন্তু পাকিস্তান সরকার সোজা এই আইনের বিরোধিতা করে , আইন পরিবর্তন করতে মানা করে দেয়। পাকিস্তানের এই সিদ্ধান্তের পরে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আরো ধাক্কা পেতে চলেছে পাকিস্তান
অপর দিকে ভারত দীর্ঘ ৮ বছর পরে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বারা ব্যাবসায় ট্যাক্স এর ছাড় দেওয়া আইন GSP+ ক্যাটাগরিতে প্রবেশ করতে চলেছে। ফলে ইউরোপের বিশাল বাজারে ভারতের পণ্য খুবই কম দামে বিক্রি করা যাবে।
আরো পড়ুন :- পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু মহিলা ! রচিত নয়া ইতিহাস
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- শিশুরা করোনা আক্রান্ত হলে কি করবেন ? জেনে রাখুন