এবার ইসরায়েলের বিমান পরিষেবার উপর চাবুক চালালো সৌদি !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- ১১ দিন ধরে চলা ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধের অবসান হয়েছে। কিন্তু তবুও এই যুদ্ধ নিয়ে থেমেনেই রাজনীতি। বারবার প্যালেস্টাইনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান। আর এবার ইসরায়েলের উপর চাবুক চালালো সৌদি।

মূলত ইসরায়েলের সাথে UAE- র সম্পর্কের উন্নতি হয়েছে। ফলে ইসরায়েলের সাথে UAE- র দ্বিপাক্ষিক বাণিজ্য চালু হয়েছে। ফলে ইসরায়েল থেকে প্লেন দুবাইতে যাতায়াত করে থাকে। আর ইসরায়েলের বিমান সৌদি আরবের উপর দিয়ে দুবাই পৌঁছায়। এতে সময় লাগে মাত্র ৩ ঘন্টা। কিন্তু এবার ইসরায়েলের বিমানের জন্য এই যাত্রাপথকেই বন্ধ করলো সৌদি আরব।

আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী

মূলত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নিজের আকাশ সীমা দিয়ে ইসরায়েলের বিমান চলাচল বন্ধ করেছে আগেই। কিন্তু এতদিন পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের বিমানের জন্য নিজেদের আকাশ পথ ব্যবহার করতে দিতো। কিন্তু এখন থেকে তা বন্ধ করে দিলো সৌদি। সৌদির পক্ষ থেকে এই বিমান চলাচল বন্ধ করার পিছনে কি কারণ রয়েছে তা জানানো হয়নি।

property banner

মনে করা হচ্ছে তুর্কির সাথে টক্কর দিতেই সৌদি এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত তুর্কির রাষ্ট্রপতি মুসলিম বিশ্বের খলিফা হতে চায়। তাই ইসরায়েল ও প্যালেস্টাইনের এই লড়াইয়ে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তিনি। আর এই খলিফা হওয়ার লড়াইয়ে সৌদির সাথে তুর্কির সম্পর্ক তলানিতে গিয়েছে। মুসলিম বিশ্বের কাছে ইসরায়েলকে সমর্থন করার কোনো বার্তা না যায় এই জন্যই সৌদি ইসরায়েলের উপর এই চাবুক চালিয়েছে। এখন ইসরায়েলের কোনো বিমানকে দুবাই পৌঁছতে ৩ ঘন্টার জাগায় ৮ ঘন্টা অথাৎ দ্বিগুনের ও বেশি সময় লাগবে। ফলে একদিকে যেমন সময় নষ্ট হবে অপর দিকে প্রচুর অর্থ ও খরচ হবে ইসরায়েলের বিমান সংস্থা গুলির।

আরো পড়ুন :- মুসলিম বিশ্বকে এক করে ” আর্মি অফ ইসলাম ” গড়ার পথে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !

Bangla news dunia Desk

মন্তব্য করুন