এবার গদি হারাতে চলেছে ভারত বিরোধী কেপি শর্মা ওলি !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কথা সকলের মনে আছে। ভারত বিরোধী কাজ কর্মের জন্য তিনি পরিচিত , এমনকি চীন ঘেঁষা ও তিনি। বিভিন্ন সময় ভারতে বিরোধী কথা বার্তা বলতে শোনা গেছে তাকে । এমনকি কয়েকশো বছর পুরানো সীতা জন্মভূমি নিয়েও বিবাদ তৈরী করেছেন তিনি। তার রাজত্ব কালেই প্রথমবার ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয়।

কিন্তু এবার নিজের গদি হারাতে চলেছেন তিনি। আগেই ভারত বিরোধী ও চীন ঘেঁষা কাজ কর্মের ফলে নেপালে তার জনপ্রিয়তা কমেছে। এবার তার দলের সাংসদরাই তার বিরুদ্ধে চলে গেছে। শুক্রবার কেপি শর্মা ওলির বিরোধী পার্টির নেতা বাহাদুর দেউবা রাষ্ট্রপতি বিধ্যা দেবী ভাণ্ডারীর কাছে ১৪৯ জন সাংসদের স্বাক্ষর করা স্বারকলিপি জমা করেন। এবং তিনি দাবি করেন তার কাছে বহুমত রয়েছে।

আরো পড়ুন :- বরফ গোলতেই ভারত – চীন সীমান্ত উত্তপ্ত করছে চীন !

২৭৫ আসনের নেপালের সংসদে সংখ্যা গরিষ্ঠতার জন্য ১৩৬ টি আসনের প্রয়োজন হয়। যা বাহাদুর দেউবার পাটির কাছে রয়েছে। ফলে কেপি শর্মা ওলি সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছেন বলে বাহাদুর দেউবা দাবি করেন। পরে কেপি শর্মা ওলি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে না পারায় রাষ্ট্রপতি বিধ্যা দেবী ভাণ্ডারী নেপালের সংসদকে ভঙ্গ করে দেন। তিনি ঘোষণা করেন নভেম্বর মাসের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে পূনরায় নির্বাচন আয়োজন করা হবে।

কেপি শর্মা ওলির এই পরাজয়ের পিছনে সবচেয়ে বড় কারণ হিসাবে ধরা হচ্ছে ভারত বিরোধিতা ,কারণ এখনো নেপালের বহু সংখ্যক মানুষ ভারতকেই তাদের পরম মিত্র দেশ ও নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। কারণ তারা ভারতে কোনো বাধার সমুখীন না হয়েই আশা যাওয়া করতে পারেন। এমনকি নেপালের প্রচুর মানুষ ভারতেই কাজ কর্ম করেন। এছাড়া কেপি শর্মা ওলির হারার আরো এক বড় কারণ হলো কেপি শর্মা ওলির চীনের প্রতি প্রেম যা সেখানকার সাধারণ মানুষের সাথে সাথে কমিউনিস্টরাই ভালো চোখে দেখেনি।

আরো পড়ুন :- সাবধান এই পদ্ধতিতে আপনার Whatsapp হ্যাক করতে পারে হ্যাকাররা ! জানালো কলকাতা পুলিশ

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দেবার পিছনের কারণ কি ? জানুন

Bangla news dunia Desk

মন্তব্য করুন