Bangla News Dunia, দীনেশ দেব :- চীনের নীতি এখন প্রায় সারা বিশ্বই জানে। চীন সামনে মিষ্টি কথা বলে আর পিছনে ছুড়ি মারার চেষ্টা করে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে এমনটাই করেছে। চীন বিভিন্ন দেশকে অর্থনৈতিক সহযোগিতার নামে সেই দেশের অর্থনীতিকে নিজের গোলাম বানিয়েছে। জল জেন্ত উদাহরণ হলো – পাকিস্তান। সেখানে সরকার চীনের কথা শুনতে বাধ্য।
আর এমন কাজটাই চীন বাংলাদেশের সাথে করতে চলেছিল। তবে বাংলাদেশ ভালো করেই চীনের চরিত্রের ব্যাপারে জানে। তাই তারা আগে থেকেই সাবধান হয়ে গেছে। বাংলাদেশকে চীনের বাগে আনতে চীনের বেগ পেতে হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব ঢুকিয়ে তাদের নিজেদের বাগে আনতে চাইছিল ড্রাগন।
করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য চীনের থেকে ভারতের সাথেই হাত মেলাবার পরিকল্পনা করে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা। এই আবহেই শোনা যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিনের উৎপাদনের জন্য ভারতের সাথে যুক্ত হতে চাইছে বাংলাদেশ। মূলত বাংলাদেশ ও জেনেরিক ঔষধ উৎপাদনে বিশেষ স্থান রাখে বিশ্বে।
বাংলাদেশ সরকার সিনোভাক বায়োটেক লিমিটেডর ( চীনা কোম্পানি ) উৎপাদিত টিকার তৃতীয় ধাপ পরীক্ষা করতে উদ্যোগী হয়। সেই অনুযায়ী বাংলাদেশ সরকারের তরফ থেকে ১৮ জুলাই এই পরীক্ষার অনুমোদন দেয়। কিন্তু চীনের তৈরি এই টিকা পরীক্ষায় সমস্যা দেখা দেওয়ায় , বাংলাদেশ ভারতের দিকে ঝুঁকছে।