Bangla News Dunia , অমিত রায় :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সঙ্গ না দিয়ে প্যালেস্টাইনের সঙ্গ দিয়েছে। কিন্তু আরব দেশ গুলির যে শিক্ষার অভাব তা আরো একবার বুঝিয়ে দিলো তারা। প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ভারতকে ধমকানোর ভঙ্গিতে বলে আন্তর্জাতিক মঞ্চে প্যালেস্টাইনকে সমর্থন করা যেমন প্যালেস্টাইনের পক্ষে তেমন তা ভারতের পক্ষে ও , কারণ আরব দেশ গুলির সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে ভারতের এমনটা করতে হবে। কারণ আরব দেশ গুলির সাথে ভারতের উন্নতি যুক্ত রয়েছে।
আরো পড়ুন :- আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের
আন্তর্জাতিক মঞ্চে প্যালেস্টাইনের সমর্থন করার পরেও প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের মুখ থেকে এই কথা শুনে সত্যি অবাক হয়েছেন সবাই। কিন্তু প্যালেস্টাইন জানেনা যে ভারত রণনৈতিক ও কূটনৈতিক দুই দিকেই পারদর্শী। ভারত আগে থেকেই রণনৈতিক শক্তির ফলে পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছে আর চীনকে কূটনৈতিক শক্তির ফলে হারিয়েছে। ভারত ভালো ভাবেই জানে যে ইসরায়েলের সাথে ভারতের রণনৈতিক সম্পর্ক আর আরব দেশ গুলির সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক।
ফলে ভারত নিজের কাজ সঠিক ভাবে জানে। বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের মত ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে শান্তি চুক্তি হলেও প্যালেস্টাইন আগে গিয়ে এক উন্নত দেশ না হয়ে আতঙ্কবাদীদের কেন্দ্র হয়ে উঠবে আর এই কারণেই মধ্যে প্রাচ্যে শান্তির জন্য ইসরায়েলের শক্তিশালী হওয়াটাই ভালো। এতে ওই অঞ্চলে শান্তি বজায় থাকবে।
আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল