Bangla News Dunia , অজয় দাস :- ইতি মধ্যেই ভারতের হাতে ২০ টি রাফায়েল বিমান চলে এসেছে। আরো ১৬ টি রাফেল যুদ্ধ বিমান আশা বাকি ভারতে। এছাড়া ভারত সরকার দেশের বায়ু সেনার প্রয়োজন অনুযায়ী আরো ১০৪ টি রাফেল বিমান কেনার চুক্তি করতে পারে ফ্রান্সের সাথে। কিন্তু এরই মধ্যে ফ্রান্স রাফেলের নেক্সট ভার্সন আনতে চলেছে 4.1 , ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে ভারত চাইলে ২০২২ সালে ফ্রান্স ভারতের সমগ্র রাফেল বিমানকে 4.1 ভার্সনে আপগ্রেড করে দিতে পারে।
আরো পড়ুন :- রাশিয়া ও চীন কাছাকাছি আসলে ভারতের লাভ না ক্ষতি ? দেখুন বিশ্লেষণ
এর ফলে এই যুদ্ধ বিমানের শক্তি আরো বৃদ্ধি পাবে আর এতে করে আরো বেশী পরিমান গোলা – বারুদ ও মিসাইল নিয়ে যাওয়া যাবে। ফলে আরো ঘাতক হতে চলেছে রাফেল। এছাড়া ফ্রান্স জানিয়েছে তারা রাফেলের 4.2 আনতে চলেছে যা এই জাহাজকে আরো বেশি মারাত্মক করে তুলবে।
ইতি মধ্যেই আমরা আপনাদের জানিয়েছি , কি ভাবে ভারতের কারণেই ফ্রান্সের রাফেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখন মধ্যে প্রাচ্যের দুই দেশ মিশর ও কাতার ইতি মধ্যেই রাফেলের জন্য অর্ডার দিয়েছে। তবে ফ্রান্স ভারতের কথা ভোলেনি। ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে ভারত যদি আরো রাফেলের অর্ডার দেয় সেই গুলিকে একেবারেই 4.2 ভার্সনে তৈরী করে সাপ্লাই করবে ফ্রান্স। কারণ ততদিনে তার টেকনোলজি আপগ্রেড করে নেবে।
আরো পড়ুন :- মুসলিম বিশ্বকে এক করে ” আর্মি অফ ইসলাম ” গড়ার পথে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিরাট সিদ্ধান্ত : ভারতীয় সেনায় থিয়েটার কম্যান্ড তৈরির পরিকল্পনা ভারতের