এবার সিকিম সীমান্তে হাতাহাতি ,দেখে নিন প্রকৃত ঘটনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   গত ১৫ জুন রাতের রক্তক্ষয়ী সংঘাত এখনো ভারতে টাটকা ,দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা চলছে সমস্যা সমাধানের জন্য। এরই মধ্যে সিকিম সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতির চিত্র সামনে চলে আসে। ভিডিওটিতে দেখা যায় দুই দেশের সেনার মধ্যেই কথা কাটাকাটি চলছে এবং বলছে  GO BACK আর  DONT FIGHT .

India_China_Border Nathula,_Sikkim

বরফাবৃত অঞ্চলে সেনাবাহিনীর মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে। তবে কিছুক্ষন পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। তবে ভিডিওটির  সত্যতা এখনো যাচাই করা হয়নি। কিন্তু ভিডিওটি সামনে আসতেই পুনরায় তোলপাড় শুরু হয়ে যায়। অরুণাচল এবং সিকিম এই জাতীয় ঘটনা নতুন কিছু নয়।

নজরদারিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যেই এইসব হয়ে থাকে। তবে গালওয়ান উপত্যকার ঘটনা একেবারেই আলাদা এবং ভয়াবহ। এতো বীভৎস রক্তক্ষয়ী সংঘর্ষ বিরল। বিশেষজ্ঞদের মতে -এই সীমান্ত সমস্যার সমাধান এখনই করা না হলে এর প্রভাব আন্তর্জাতিক ভূ -কৌশলগত রাজনীতিতেও পড়তে পারে।

Highlights

১.  গালওয়ানের পর এবার সিকিম সীমান্তে ভারত -চীন সমস্যা। 

২.  উভয় দেশের মধ্যে কথা কাটাকাটি শুরু হওয়ার পর হাতাহাতি হয়। 

ভারত    #  চীন    #  সিকিম সীমান্ত 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন