এ যেন গল্প লকডাউন না মানলেই আটকে রাখা হচ্ছে ভুতুড়ে বাড়িতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia, সমরেশ দাস : – করোনা সংক্রমণ শুরু হবার পরথেকে প্রতিটা দেশে সরকার প্রতিটা নাগরিককে পোই পোই করে বলেছে , অনুরোধ করেছে , পুলিশ ব্যাটন দিয়ে মার্ পর্যন্ত্য মেরেছে । তাতেও একদল লোকের সদ্বুদ্ধি হয়নি । তারা প্রতিদিন বাজারের ব্যাগ নিয়ে, নাহলে মিথ্যে নথি নিয়ে বেরিয়েছে বারবার ।

তাই এবারে এক অভিনব পদ্ধতি এনেছে ইন্দোনেশিয়ার সরকার । সেখানে জাভা দ্বীপ বলে একটা জায়গা আছে , যেখানে অনেক ভুতুড়ে বাড়ি আছে । সেই ভুতুড়ে বাড়িগুলোকে সেখানকার সরকার এখন জেল হিসাবে ব্যবহার করছেন । তারা বলেছেন যারা লকডাউন অমান্য করবেন তাদের কে ওই বাড়িগুলোতে বন্দি করে দেওয়া হবে বলে জানিয়েছে ।

আরো পড়ুন :- রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ২৭৪ , মৃত ১৫

পূর্ব জাভার স্রাগেন প্রদেশের নেত্রীর মতে , বহুদিন ধরে আমরা অনেক রকম ব্যবস্থ্যা নিয়েছি । কিন্তু কোনো তাতেই কোনো কাজ হচ্ছে না । কেউ কারো কথা কিছুতেই শুনছেন না । এমন অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে এসেছেন কিন্তু তও তারা ১৪ দিন বাড়ির মধ্যে থাকছেন না ।

আরো পড়ুন :- অনলাইন শিক্ষার ভবিষ্যৎ

কিছুদিন আগে তো যারা পাহারা দেন শহরে তারা ভূত সেজে রাস্তায় ঘুরেছেন তও কোনো ফল হয়নি । তাই এই উপায় ছাড়া আর কিছু করার ছিল না তাদের ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন