কতটা কার্যকরী কোভ্যাক্সিন ? দেখুন নয়া গবেষণা রিপোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কতটা কার্যকরী কোভ্যাক্সিন ? করোনার ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে ৫০% কার্যকর ভারত বায়োটেকের তৈরি দেশীয় কোভ্যাক্সিন। চলতি বছর ভারতে দ্বিতীয় ওয়েভের সময়ে ১৫ এপ্রিল থেকে ১৫ মে-র মধ্যে গবেষণার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশিত হয়েছে। ক্লিনিকাল ট্রায়ালে ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা ৬৫% ছিল। রিয়েল ওয়ার্ল্ড রিপোর্টে সেটি একটু কম। যেটা নিয়ে আরও গবেষণা হচ্ছে।

avilo home

সার্স-কোভি়ড-২ বা করোনা ভাইরাসের মধ্যে বেশি সংক্রামক ভেরিয়েন্ট ডেল্টা বা ডেল্টা প্রজাতি। তবে বিভিন্ন সংস্থার তৈরি সমস্ত ভ্যাকসিন তুলনামূলক ভাবে কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সংক্রমণের বাড়াবাড়ি আটকাতে টিকার ভূমিকা অনস্বীকার্য। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত সমীক্ষা অনুসারে, ফাইজার-বায়োটেকের ভ্যাকসিনের কার্যকারিতা ৯৩.৭% থেকে ৮৮%।

অন্যদিকে কোভিশিল্ডের ৭৫% থেকে ৬৭%। আলফা এবং ডেল্টা ভেরিয়েন্ট, দুইয়ের বিরুদ্ধে সুরক্ষা তুলনা করা হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা প্রায় ৬৫% ছিল। ২৫ হাজার জনের উপর করা ক্লিনিকাল ট্রায়ালে ৭৭.৮% কার্যকারিতার হার ছিল। তবে বিভিন্ন প্রজাতির করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম এই দেসীয় প্রযুক্তির টিকা। আসলে ৫০% হল WHO-র প্রস্তাবিত সর্বনিম্ন মাত্রা। যত বেশি হবে, ততই ভাল।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন লাগাতার নিম্নমুখী। এই পরিস্থিতিতে আরও বেশি করে সচেতন হন। মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন