Bangla News Dunia , Pallab : দক্ষিণ কোরিয়ায় জারি হল সামরিক আইন। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিযোগ, তাঁর রাজনৈতিক বিরোধীরা ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে’ যুক্ত। এই অভিযোগেই মঙ্গলবার সেই দেশে সামরিক আইন জারি করলেন তিনি। এদিন গভীর রাতে, জাতির উদ্দেশে সেই দেশের সরকারি টেলিভিশন চ্যানেলে একটি ভাষণ দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি। তিনি দাবি করেন, দেশের সংবিধান রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এদিন রাতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের ভাষণ লাইভ সম্প্রচার করা হয়। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী উপাদান গুলিকে নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন ঘোষণা করছি।’
রাজনৈতিক বিরোধীদের তিনি ‘উত্তর কোরিয়াপন্থী’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিরোধী পক্ষ উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল। তিনি আরও অভিযোগ করেন, তারা সেই দেশের সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে সরকারকে পঙ্গু করে দিতে চাইছে। এই উত্তর কোরিয়াপন্থীদের দেশ থেকে তাড়াতেই সামরিক আইন জারি করা হল বলে জানিয়েছেন তিনি। এই পদক্ষেপগুলি সেই দেশের শাসন ও গণতন্ত্রের উপর কতটা প্রভাব ফেলবে, তা এখনই স্পষ্ট নয়। #End