করোনার টিকা তৈরিতে এগিয়ে এলো জনসন এন্ড জনসন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে :-  বিশ্বজুড়ে কোরোনার ত্রাস ছড়িয়ে পড়ার মধ্যে  ভাইরাসের  টিকা তৈরি করতে  এগিয়ে এলো  শিশুদের জন্য উপযোগী জিনিসপত্র প্রস্তুতকারক সংস্থা জনসন এন্ড জনসন।  সোমবার ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে জরুরি ভিত্তিতে কোভিড -১৯ এর টিকা বানানো শুরু করবে তারা। আগামী বছরের গোড়ার  দিকেই এই টিকা তৈরির কাজ সম্পূর্ণ হবে বলে  জানা গেছে এবং আগামী বছরের সেপ্টেম্বর থেকে তা মানব শরীরে পরীক্ষা করা হবে।

[ আরো পড়ুন :- করোনায় মৃত্যু প্রবাসী ভারতীয় ডাক্তারের  ]

প্রসঙ্গত এই সংস্থা কোনো ওষুধ প্রস্তুতকরি সংস্থা না হলেও টিকা তৈরির ক্ষেত্রে এগিয়ে আসা সংস্থাগুলির মধ্যে একটি। সোমবার এই খবর ঘোষণা করার পরে এই সংস্থার শেয়ারের দাম একলাফে বেড়েছে প্রায় ৮ শতাংশ।  জনসন এন্ড জনসনের সি ই ও আলেক্স গোরকসি  জানিয়েছেন যে এই মুহূর্তে স্বাস্থ্য সংকটে এই টিকা তৈরী করতে তারা বদ্ধপরিকর।  আমেরিকায়  টিকা তৈরী করার জন্য পরিকাঠামো বাড়ানোর দিকে জোর দিচ্ছে এই সংস্থা।  মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অথরিটি এর জন্য এক বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন।

 আরো পড়ুন :- ইরান ফেরত ভারতীয়দের শরীরে মিলল করোনা ]

অন্যদিকে কোভিড -১৯  এর প্রতিষেধক তৈরী করতে উঠে পরে লেগেছে চীন ও।  তারা পরীক্ষায় প্রায় সফল বলে দাবিও করেছেন সে দেশের গবেষকরা।  চীনের উহানে এই পরীক্ষা সফল হলে এই দেশের বাইরেও এটি পরীক্ষা করার কথা ভাবছে বেইজিং। চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিরিংয়ের সদস্য চেন  জানান যে সরকারের অনুমতিতে গত ১৬র মার্চ  চীনের উহানে এই ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা শুরু হয়েছে।  এপ্রিলে তার ফলাফল আসার কথা।  চিনে বসবাসকারী বিদেশিদের উপরেও  ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে চেন জানিয়েছেন। বিশ্বজুড়ে যা পরিস্থিতি তাতে যদি এই ভ্যাকসিনটি কাজ করে তাহলে করোনার এই  অতিমহামারী  রূপটা রুখে দেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন