করোনার থাবা চওড়া হচ্ছে প্রতিবেশী পাকিস্তানে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে যে , পাকিস্তানে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে । মারণ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৫ জনের । এটাও জানা যাচ্ছে যে , গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস এ  আক্রান্ত হয়েছে ১৭৯ জন।

[ আরো পড়ুন :- সপরিবারে করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা ]

করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি পশ্চিম পাঞ্জাব প্রদেশে । সেখানে আক্রান্তের সংখ্যা ১৩০০র বেশি। এছাড়াও সিন্ধু প্রদেশে  ৮৮১ জন , খাইবার প্রাকতুন এ ৩৭৮ জন , বালুচিস্তানে ১৭৯ জন , রাজধানী ইসলামাবাদে ৭৮ জন , গিলগিট প্রদেশে ২০৬ জন ও আজাদ কাশ্মীরে ১৪ জন আক্রান্ত বলে জানা যাচ্ছে । সূত্র মারফত জানা যাচ্ছে পাঞ্জাব প্রদেশে সব থেকে বেশি করোনা পরীক্ষা হয়েছে  বলেই আক্রান্তের সংখ্যা বেশি পাওয়া গেছে ।

দেশের বিভিন্ন প্রদেশের চিকিৎসক ,নার্স , মেডিকেল স্টাফরা অভিযোগ করছেন পর্যাপ্ত কিট ও অনন্যা সুরক্ষা সামগ্রী না থাকার জন্য । তার ফলে চিকিৎসা করতে গিয়ে তারাও মারণ ভাইরাস এ আক্রান্ত হচ্ছেন । এদিকে রাওয়ালপিন্ডি সহ একাধিক শহর জীবাণু মুক্ত করার কাজ চলছে । প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদেশ্যে ভাষণ সকলকে সচেনতন ও মিলিত ভাবে করোনা মোকাবিলার ডাক দিয়েছেন ।

[ আরো পড়ুন :- N-95 নয়, বন্ধু পাকিস্তানকে ‘অন্তর্বাস’ মাস্ক পাঠাল ‘পরম বন্ধু’ চিন ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন