করোনার ফলে রাষ্ট্রপুঞ্জ উদ্বিগ্ন অর্থনীতিতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সঙ্গীতা  দত্ত রায় :- রাষ্ট্রপুঞ্জ মনে করছে করোনার থাবায় গোটা বিশ্ব দিশেহারা হলেও অর্থনৈতিক দিক থেকে দুর্বল দেশগুলির সমস্যা আরো বেশি। ৬ টি আন্তর্জাতিক সংস্থার সংযোগে তৈরী রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে – করোনার আক্রমণ সমগ্র বিশ্বের মতো এই দেশ গুলির অর্থনীতিকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই দেশ গুলির বড় অসুবিধা হল তাদের ঋণের দায়। এই দেশ গুলির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ আপাতত ঋণ শোধের দায় থেকে অব্যাহতি দিয়েছে। 

[ আরো পড়ুন :- করোনার রেপিড টেস্ট শুরু করতে চায় রাজ্য ]

বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার ইতিমধ্যে কিছু উন্নয়নশীল দেশের জন্য তহবিল মঞ্জুর করেছে। এই মুহূর্তে গোটা বিশ্বের অর্থনৈতিক কার্যকলাপই বন্ধ আছে। তার মধ্যে গত  কয়েকদিনে ৯০০০ কোটি ডলার উন্নয়নশীল দেশ গুলির বাজার থেকে সরে গেছে। ফলে তাদের সমস্যা আরও বেশি প্রকট হয়ে উঠেছে।

করোনা ভাইরাস ,carona virus

এক রিপোর্টে এই দেশ গুলির অর্থনীতি কিভাবে ঠিক করা যায় সে সম্পর্কেও বলা হয়েছে। পরিকাঠামো ও সামাজিক সুরক্ষা ক্ষেত্রে লগ্নিতে জোর দেওয়া হয়েছে। কিছু ডিজিটাল যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়নশীল দেশ গুলির একসাথে কাজ করার কথাও বলা হয়েছে। অর্থনীতিবিদদের মতে করোনার  ফলে এই বছর বিশ্ব অর্থনীতির কলবর কমলেও করোনা পরবর্তী পরিস্থিতিতে তা আবার ঘুরে দাঁড়াতেও পারবে।

[ আরো পড়ুন :- লকডাউনের মধ্যে বিয়ে করে চাকরি খোয়ালেন এক সরকারি অফিসার ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন