bBangla News Dunia, অজয় দাস :- এবার নতুন করে চিন্তায় ফেললো চিকিৎসকদের। আমেরিকার লস এঞ্জেলেসে একটি হসপিটালে ২ করোনা রোগীর শরীরে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। যার ফলে এই ব্যাক্তিদের শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়েছে। যার ফলে একটি রোগীর আঙ্গুল কেটে বাদ দিতে হয়েছে। অপর এক রোগীর ডান পা কেটে বাদ দিতে হয়েছে। কারণ হিসাবে ডাক্তাররা বলেন ওই ব্যাক্তিদের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শরীরের ওই অংশ পচন ধরতে থাকে। তাই তাদের আঙ্গুল ও পা কেটে বাদ দিতে হয়েছে।
এই নতুন লক্ষণের ফলে চিন্তায় পড়েছেন চিকিৎসকরা। কারণ রোগী সুস্থ হলেও তার এই অঙ্গ গুলো বাদ পড়ায় তার স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হবে। এমনকি সে বর্তমানে যেই কাজ করতো তাতে ও তার বাধা আসতে পারে। সবচেয়ে বড়ো কথা হলো কোনো সুস্থ ব্যাক্তির সামান্য কিছু দিনের অসুখে যদি তার একটি অঙ্গ চলে যায় তবে সে ডিপ্রেশনে চলে আসতে পারে। এমনকি পরবর্তী কালে তার আত্যহত্যা করার প্রবণতা ও বৃদ্ধি পেতে পারে।
এতদিন পর্যন্ত সর্দি , জ্বর , কাশি , শ্বাসকষ্ট , ঘ্রান শক্তি কমে যাওয়া , চোখ লাল হয়ে যাওয়া এই সব উপসর্গ ছিল। আর বাচ্চাদের হাত পা ফোলার লক্ষণ দেখা দিতো। তার সাথে এমন লক্ষণ দেখা দেওয়ায় চিন্তায় চিকিৎসকেরা।
আরো পড়ুন :- লাদাখের অংশ চীনে , WHO এর প্রকাশিত মানচিত্রে তোলপাড় বিশ্ব
চিকিৎসকদের দাবি এই ভাবে রক্ত জমাট বাঁধতে শুরু করলে হার্ট এট্যাক , স্টোক এর প্রবণতা বৃদ্ধি পাবে। আর তা বৃদ্ধি পেলে রোগীকে বাঁচানো মুশকিল হয়ে উঠবে। চিকিৎসকরা জানান ফুসফুস এবং হৃৎ জন্যেও রক্ত জমাট বাঁধতে পারে।
করোনা ভাইরাসে এখন পর্যন্ত আমেরিকায় ৫৬ হাজার ৬৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা সেখানে ১০ লাখ পার করেছে। তবে সেখানে এখন আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমছে।
আরো পড়ুন :- লকডাউন , করোনা ভয়ে যৌন্কর্মীরা বেঁছে নিচ্ছেন অন্য রোজগারের পথ
Highlights:
- করোনার নতুন উপসর্গ চিন্তায় ফললো চিকিৎসকদের।
- আমেরিকার লস এঞ্জেলেসে একটি হসপিটালে ২ করোনা রোগীর শরীরে রক্ত জমাট বাঁধতে দেখা যায়।
- চিকিৎসকদের দাবি এর ফলে হার্ট এট্যাক , স্টোক এর প্রবণতা বৃদ্ধি পাবে।
- এখন পর্যন্ত আমেরিকায় ৫৬ হাজার ৬৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।