করোনার ভয়ে ইয়েমেনে যুদ্ধবিরতি সৌদি আরবের

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News  Dunia, সারদা দে :- করোনার ভয়ে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে  যুদ্ধ বিরতির ঘোষণা করে দিলো।  এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকরী হবে।  এতে করে গত পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথ তৈরী হবে। জাতিসংঘের সাথে শান্তি বার্তা  নিয়ে মধ্যস্থতা করতে এবং ইয়েমেনে  করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এই যুদ্ধবিরতির প্রস্তাব নেওয়া  হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের কর্মকর্তারা ।অন্তত দুই সপ্তাহ এই অস্ত্রবিরতি স্থায়ী হবে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক সরকার ও সৌদি আরবের মিত্র রাজ্যগুলি।

[ আরো পড়ুন :- মার্কিন মুলুকে করোনায় মৃত্যু ১১ ভারতীয়র ]

এই প্রথম করোনা ভাইরাসের আতঙ্কে যুদ্ধকালীন কোনো  দেশ বৈরিতা থেকে সরে যাওয়ার ঘোষণা  করলো। তবে  যদি এই অস্ত্রবিরতির সিদ্ধান্তের মধ্যে হুতি বিদ্রোহীরা আক্রমণ করে তবে  তার পাল্টা আক্রমণ করার ক্ষমতা সৌদি আরবের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার  কর্মকর্তারা। সপ্তাহ দুয়েক আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্বজুড়ে মানবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন গোটা বিশ্বকে।

আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেনের  এই যুদ্ধের ফলে স্বাস্থ্য ব্যবস্থার বিপুল অবনতি ঘটেছে। পাশাপাশি  সৌদি আরবও করোনা আক্রান্তে বিধ্বস্ত । রাজপরিবারের অন্তত ১৫০ জন এই মহামারী ভাইরাসের কবলে। রাজ পরিবারের চিকিৎসকদের তরফ থেকে এই খবর জানিয়েছে  দ্য নিউয়র্ক  টাইমস। এদের মধ্যে ৭০ বছর বয়সী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার বিন আব্দুল আজিজ আল সউদ করোনায়  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সেলফ  আইসোলেশনে রয়েছেন সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

[ আরো পড়ুন :- মোদী মহান , প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প ]

রাজপরিবারের জন্য ওখানকার এক অভিজাত  হাসপাতালে  প্রস্তুত করা হয়েছে  ৫০০ টি শয্যা। সেখানে রাজপরিবার এবং তাদের ঘনিষ্টরা যারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে তাদের চিকিৎসা করা হবে।  সৌদি আরবের সহস্রাধিক যুবরাজের বিদেশ ভ্রমণের ইতিহাস আছে বলেই এই ভাইরাস এই দেশে মহামারীর আকার নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

২ মার্চ সৌদি আরবে প্রথম করোনা সংক্রমণ ধরা পরে। এর পরে থেকে এখনো পর্যন্ত খবর অনুযায়ী করোনা ভাইরাসে সৌদি আরবে আক্রান্ত হয়েছেন ২৯৩২ জন যার মধ্যে সুস্থ্য হয়েছেন  ৬৩১ জন এবং মৃতের সংখ্যা ৪১। দেশের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ২ লক্ষ ১০ হাজার পর্যন্ত হতে পারে।  এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে কারফিউ জারি করা হয়েছে রিয়াদ ,জেদ্দা ,মক্কা ,মদিনা সহ বেশ কিহু শহরে। কারফিউ  অমান্যকারীদের  শাস্তি যোগ্য অপরাধ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

[ আরো পড়ুন :- করোনার থাবা চওড়া হচ্ছে প্রতিবেশী পাকিস্তানে ]

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন