করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , সমরেশ দাস : – এর আগে ২৭শে মার্চ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন অসুস্থ বোধ করছিলেন এবং করোনার লক্ষন দেখা গিয়েছিলো বলে তিনি নিজেকে সেলফ কোয়ারান্টিনে করে নিয়েছিলেন এবং অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিলেন । তিনি গত শুক্রবার বাড়ি থেকেই কাজে যোগ দিয়েছিলেন কিন্তু তার খুব জ্বর আসতেই তিনি তার চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এবং তার চিকিৎসক তাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করেন কেননা বরিস জনসন-এর শরীরে করোনার সংক্রামণের লক্ষন এখনো পর্যন্ত আছে । তাই তার আরো পরীক্ষার দরকার আছে ।

[ আরো পড়ুন : করোনায় ” কন্ট্যাক্ট ট্রেসিং ” আসলে কি , কিভাবে হয় সেই কাজ ]

বরিস জনসন-এর বয়স ৫৫, তিনি ২৭শে মার্চ অসুস্থ অনুভব করতে তিনি নিজেই তার বাসস্থান ১০, ডাউনিং স্ট্রিট এ সেলফ কোয়ারান্টিনে এ চলে গিয়েছিলেন , কিন্তু প্রচন্ড জ্বর এর জন্য তাকে হসপিটালে স্থানান্তরিত করতে হয় ।

boris johason

এর আগে যখন তিনি প্রথম অসুস্থ হয়ে ছিলেন তাকেঁ টুইট করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এটা আমার বিশ্বাস ।

এবারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন , তিনি বলেছেন আমি জানি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন , উনি আমার একজন ভালো বন্ধু, ও খুবই ভালো মানুষ । আমি জানি উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন , এটা আমার বিশ্বাস ।

[ আরো পড়ুন :- এবারে বাঘের শরীরে মিললো কোরনা ভাইরাস , পৃথিবীর প্রথম আক্রান্ত বাঘ ]

ব্রিটেনের রানী দ্বীতৃয় এলিজাবেথ ও বলেছেন যে বরিস জনসন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ও আমাদের সবার সম্মিলিত চেষ্টাই এই মহামারী কে শেষ করতে পারে ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন