করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো , মৃত্যু ৪৫০০০ এর বেশি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – করোনা ভাইরাস এ যেমন আক্রান্তর সংখ্যা বাড়ছে সেরকম মৃত্যু বেড়ে হয়েছে ৪৫ হাজারের বেশি । একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের সারা বিশ্বে ।

এই রকম মহামারী দেখে করোনা ভাইরাস কে মোকাবিলা করার জন্য যে নীতি নেওয়া হয়েছিল তাতে দরকার হলে পরিবির্তন আনতে হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস ।

[ আরো পড়ুন :- মে মাসেই ইতালির অবস্থা উন্নতি হতে পারে। মৃত্যু মিছিল জারি থাকলেও অবস্থার উন্নতির পথে ! ]

গতকাল, বুধবার জেনিভায় আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান যে ” এটা একটা নতুন ভাইরাস আমাদের কাছে , প্রতিনিয়ত আমরা এর থেকে শিখছি । প্রতিটা মুহূর্তে এটার বৈশিষ্ট পাল্টাচ্ছে তাই আমাদের বলা পরামর্শ সময়ে সময়ে পাল্টাতে পারে “।

তিনমাস আগে এই ভাইরাস উৎপত্তি হয় চিনে তারপর থেকে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে , যার ভর কেন্দ্র হিসাবে এখন যুক্তরাষ্ট্র কে মনে করা হচ্ছে ।

corona virus , hanta virus

মার্চ মাসের প্রথম দিকে এই সংখ্যা ছিল মাত্র কয়েক জন , কিন্তু যেটা এক মাসে লাফিয়ে বেড়েছে ২ লক্ষ এর বেশি । সি এন এন থেকে পাওয়া খবরে যুক্তরাষ্ট্র-এ এখনো পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২ হাজার ৩৩৬ জন, আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জন । এই মহামারীতে প্রায় ১ থেকে ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আসা করছেন গবেষকরা ।

[ আরো পড়ুন :- লক ডাউনের মধ্যেই আপনি শক্তিমান দেখতে পারবেন। জানুন কখন দেখতে পারবেন ]

সূত্র অনুসারে এখনো পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৯ লক্ষ ১১ হাজার ৩০৮ জন, মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৪৯৪ জনের, আর সুস্থ হয়েছেন এখনো পর্যন্ত ১ লক্ষ ৯০ হাজার ৭১০ জন ( সূত্র : জনস হোপকিংস ইউনিভার্সিটি ) ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন