করোনায় প্রয়াত পদ্মশ্রী নির্মল সিং

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News  Dunia, সারদা দে :- করোনায় প্রয়াত  হলেন পদ্মশ্রী নির্মল সিং যিনি বিখ্যাত শিখ ধর্মীয় সংগীত শিল্পী ছিলেন।  বুধবার পর্যন্ত ভেন্টিলেশনে রাখার পরে বৃহস্পতিবার ভোর ৪.৩০ টে  নাগাদ অমৃতসরে তার জীবনাবসান হয়েছে।  অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রাক্তন ‘হাজুরী রাগি ‘ ছিলেন তিনি।  ২০০৯ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়  ।  গুরু গ্রন্থ সাহেবের গুরবানির ৩১ রাগে  তার বিশেষ পারদর্শিতা ছিল।

[ আরো পড়ুন :- করোনার প্রভাবে এবার অলিম্পিকের পর বাতিল উইম্বলডন। ]

সম্প্রতি বিদেশ থেকে ফিরেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তার। গত ৩০ সে মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঞ্জাবের বিপর্যয় মোকাবিলা দফতরের মুখ্য সচিব কে বি এস সিধু জানিয়েছেন যে ব্রনক্ৰিয়াল অ্যাস্থমা থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিলো।   আধিকারিকেরা জানিয়েছেন যে বিদেশ থেকে ফেরার পরে দিল্লী, চন্ডিগড়ের বিরাট জমায়েতে অংশ নিয়েছিলেন তিনি। ১৯ সে মার্চ তিনি চন্ডিগড়ে নিজের বাড়িতে পরিবার পরিজন সহ বিরাট কীর্তনের আসর বসিয়েছিলেন। তার পরিবারের সকল সদস্য বর্তমানে আইসোলেশনে আছে।

[ আরো পড়ুন :- নতুন নাগরিকত্ব আইন চালু জম্মু কাশ্মীরে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন