bBangla News Dunia, অজয় দাস :- করোনায় পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তারই মধ্যে পাকিস্তান কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি প্রবেশ করাবার চেষ্টা করছে , কারণ এই সময় দেশের বেশির ভাগ যোদ্ধা অন্য কাজে ব্যাস্ত। তাই সেই সুযোগ নিয়ে ভারতে জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তান।
আরো পড়ুন :- করোনা ভাইরাস উড়েযেতে পারে অনুকদুর , সাবধান করলেন বিজ্ঞানীরা
এর আগে কাশ্মীর থেকে যখন ৩৭০ সরানো হলো তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের বিরুদ্ধে ষড়যন্ত করার চেষ্টা করেছে। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েক দিন আগেই করোনা টেস্ট করানো হয়েছিল আর তাতে তার রেজাল্ট নেগেটিভ আসে।
ইমরান খান এরপরই তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে বিতর্ক উস্কে দেয়। তিনি পুরানো ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের কথা বলেন। তিনি বলেন ভারতকে হারাতে খারাপ লাগতো। তিনি আরো বলেন আমরা ভারতের সাথে খেলার সময় কোনো চিন্তা করতাম না। কারণ আমরা শুধু ওয়েস্ট ইন্ডিজ কেই ভয় পেতাম কারণ সেই সময় ওয়েস্ট ইন্ডিজ একটি মজবুত টিম ছিল। আর ভারত আমাদের থেকে অনেক দুর্বল টিম ছিল।
পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সকলেই জানে , সেখানে মানুষ দুবেলা খাবারের জন্য অপেক্ষা করে থাকে। স্বয়ং ইমরান খান বারবার বিদেশ থেকে লোন চেয়েছেন। কয়েকদিন আগেই ভারতের কাছে ৩ মিলিয়ন ডলারের লোন চেয়েছে পাকিস্তান। এমন অবস্থায় ইমরান খানের এমন বক্তব্যে ঝড় উঠছে স্বয়ং পাকিস্তানেই। পাকিস্তানের সাধারণ মানুষ ইমরান খানের সমালোচনা করছেন। তাদের দাবি নিজের দেশের এমন পরিস্থিতি ঢাকতে ইমরান খান এমন বক্তব্য দিচ্ছেন।
আরো পড়ুন :- ন্যাশনাল ই কমার্স টপকালো আমাজনকে