করোনায় মৃত্যু দাউদ ইব্রাহিমের!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনায় মৃত্যু হয়েছে দাউদ ইব্রাহিমের। গতকাল এই খবর নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল নেট দুনিয়ায়। সংবাদসূত্র অনুসারে সস্ত্রীক দাউদ করাচির সেনা হাসপাতালে নাকি চিকিৎসাধীন। এছাড়া কুখ্যাত এই ডনের দেহরক্ষীও করোনা আক্রান্ত বলে গুজব ছড়িয়েছিলো। এরপরেই শনিবার এক সংবাদমাধ্যম দাউদের মৃত্যু সংবাদ প্রকাশ করে। আর তাতেই চাঞ্চল্য আরো বেড়ে যায়। ফেইসবুক ,টুইটার সব সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পরে এই খবর। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি কোনো সংবাদমাধ্যম। অন্যদিকে এই বিষয়ে নয়াদিল্লি কিংবা ইসলামাবাদ কোনো বিবৃতিও প্রকাশ করেনি এখনো পর্যন্ত। তবে দাউদের ভাই আনিস ইব্রাহিম এই করোনা ভাইরাসে দাউদের মৃত্যু সংবাদকে খারিজ করে দিয়েছেন। বর্তমানে ৬৪ বছরের এই ডন সুস্থ আছেন বলে তিনি দাবি করেছেন।

কয়েকবছর ধরেই দাউদের শারীরিক সুস্থতা নিয়ে বিভিন্ন গুজব শোনা যাচ্ছিলো। ২০১৭-র এপ্রিলে খবর ছড়ায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে দাউদের। এর পরে অবশ্য ছোটা শাকিল জানিয়েছিল দাউদ সুস্থই আছেন। তার কিছু দিন আগে করাচিতে একটি ডিনার পার্টিতে দেখা গিয়েছিল দাউদকে। এর পরে খবর ছড়ায় যে কুখ্যাত এই ডনের হাঁটু প্রতিস্থাপন করতে হবে। তবে প্রতিবারই দাউদের শারীরিক অসুস্থতা নিয়ে ওঠা গুজবগুলি খারিজ করে দিয়েছিলো তার সঙ্গীরা।

করাচির সেনা ব্যারাকের অভিজাত এলাকায় অবস্থিত ক্লিফটন হাউস বেশ কয়েক দশক ধরেই মুম্বই বিস্ফোরণের মূল এই চক্রীর বাসস্থান । দেশি-বিদেশি নানা সংবাদমাধ্যম করাচির ওই এলাকায় দাউদের গতিবিধির ছবি প্রকাশ করেছিল। তবে পাকিস্তান কোনোদিন এই খবরের সত্যতা স্বীকার করেনি। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের পাকিস্তানে উপস্থিতির প্রমাণ একাধিকবার ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে দিল্লি। দুবাইতেও দাউদের উপস্থিতির প্রমাণ হাতে এসেছে এদেশের কেন্দ্রীয় গোয়েন্দাদের।

Highlights

১. করোনা যা দাউদের মৃত্যু সংবাদ শনিবার প্রকাশ করেছিল এক সংবাদমাধ্যম।

২. তবে দাউদের ভাই আনিস ইব্রাহিম এই খবর অস্বীকার করেছে।

৩. এর আগেও বেশ কয়েকবার কুখ্যাত এই ডনের শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিলো।

# Corona | # Daud Ibrahim

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন