Bangla News Dunia, শারদীয়া রায় :- লন্ডনে করোনায় মৃত্যু হলো ৫৩ বছর বয়সী বাঙালি চিকিৎসক আব্দুল মাবুদ চৌধুরীর । গত কাল পূর্ব লন্ডনের রামফোর্ডের কুইন্স হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন ডাঃ আব্দুল। সম্প্রতি এই চিকিৎসক দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ঢাকা ,চট্টগ্রাম ,সিলেটের বিভিন্ন জায়গায় সেমিনার করেছিলেন। বর্তমানে তিনি কুইন্স হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। তার স্ত্রী লন্ডনের নিউহ্যাম হাসপাতালের চিকিৎসক।
[ আরো পড়ুন :- কুকুরের মাংস এবারে বন্ধ হতে চলেছে চীনে ]
এই নিয়ে ব্রিটেনে ১৭ জন স্বাস্থ্যকর্মী মারা গেলেন। পূর্ব লন্ডনের হোমারটন হাসপাতালের চিকিৎসক হিসেবে সুনাম ছিল এই বাঙালি বংশোভূত ডাক্তারের । করোনা সংক্রমিত হওয়ার ১৫ দিন আগে সেখানকার প্রধানমন্ত্রী বরিস জনসনকে সুরক্ষাবস্ত্র বা পিপিই কিটের অভাব জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। হ্যাকনির শ্রম বিভাগের মেয়র ফিলিপ গ্লানভিলি একটি টুইট বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জানিয়েছেন পিপিই এবং টেস্টিং নিয়ে অব্যাহত ইস্যুগুলি তার মৃত্যুর কারণ নয়।
স্বাস্থ্যকর্মীদের পিপিই কীটের অভাব নিয়ে বারবার অভিযোগ উঠছিল ব্রিটেনে । কিছুদিন আছে হ্যারোর তিন নার্সের ছবি ভাইরাল হয়েছিল ইন্টারনেটে যেখানে দেখানো হয়েছিল যে পিপিইর অভাবে আবর্জনা ফেলা প্লাষ্টিক মাথায় জড়িয়ে তারা রোগীদের সেবা করছেন । গত কালই জানা গেছে ওই তিন নার্স করোনায় আক্রান্ত। পিপিই এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা এখন রীতিমতো ধুঁকছে । ব্রিটেনে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩,৭৫৮ এবং মৃতের সংখ্যা ৮৯৫৮।