করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লাখ পার করলো। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

By Bangla news dunia Desk

Published on:

bBangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাসের চীন ছাড়া সারা বিশ্ব আক্রান্ত। সারা বিশ্বে করোনায় আক্রন্তের সংখ্যা ২৯ লাখ ছাড়ালো। ভারতেই এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রন্ত হয়েছেন। বিশ্বের পাঁচটি দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার পার করেছে। যার মধ্যে আমেরিকায় সবচেয়ে বেশি। যেখানে ৫৩ হাজার ৯২৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুধু মাত্র আমেরিকায় এখন পর্যন্ত সাড়ে ৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন রক্ষাকবচ রাজ্য সরকারের

আমেরিকার পরেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইটালিতে। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ।

আরো পড়ুন :- করোনায় মৃত যুবকের শেষ ইচ্ছা ! ” মৃত্যুর পরও স্ত্রীকে ভলোবাসতে চাই “

এছাড়া স্পেনে এখন পর্যন্ত ২২ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২৪ হাজারের বেশি মানুষ। তবে গত তিনদিন ধরে সেখানে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে।

corona spread

এছাড়া ফ্রান্স ও ব্রিটেনেও মৃতের সংখ্যা ২০ হাজার পার করেছে। সেখানে অবস্থা এখন ভয়াবহ। করোনা ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে এখন পর্যন্ত ৭৭৯ জনের এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে।

তবে ভারতে আসার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। এই থেরাপির মাধ্যমে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ব্যাক্তির রক্ত নিয়ে তার থেকে এন্টিবডি তৈরি করে করোনা আক্রান্ত ব্যাক্তির শরীরে প্রবেশ করানো হয়। দিল্লিতে ৪ জন করোনা রোগীর উপর এই প্লাজমা থেরাপি ব্যবহার করা হয়। তাদের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠেছে এবং বাকি দুজন খুব দ্রুত সুস্থ হচ্ছে বলে জানান দিল্লী সরকার।

আরো পড়ুন :- অবসান হলো হাত পা বেঁধে চাবুক , লাঠি বা রড দিয়ে মারা সৌদি আরবে

Bangla news dunia Desk

মন্তব্য করুন