Bangla News Dunia, শারদীয়া রায় :- করোনা অন্ধকারের মধ্যে সব দেশের পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো গিজার পিরামিড। মিশরের পুরাতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুস্তাফা ওয়াজিরি জানান, অন্তত ১২টি মিউজ়িয়াম ও পর্যটনস্থলে ইতিমধ্যেই পর্যটকেরা আসতে শুরু করেছেন। এর মধ্যে গিজার পিরামিড ছাড়াও কায়রোর ‘দ্য সিটাডেল অব সালাডিন’, কারনাকের প্রাচীন মন্দির, লাক্সরের ‘মরচুয়ারি টেম্পল অব হ্যাটশেপসুট’ রয়েছে। তিন মাস পরে খুলে দেওয়া হল মিশরের বিমানবন্দরগুলি। দ্বার খুলেছে ইতিহাস সমৃদ্ধ দেশটির সমস্ত মিউজ়িয়াম।
সংক্রমনের হাত থেকে বাঁচতে পর্যটকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুস্তাফা।পর্যটনকে ভিত্তি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। দেশের জাতীয় উড়ান সংস্থা ইজিপ্টএয়ার জানিয়েছে, ১৪টি আন্তর্জাতিক উড়ানে কমপক্ষে ২ হাজার যাত্রী আজ কায়রো বিমানবন্দর থেকে সফর করেছেন। সাড়ে তিনশোরও বেশি ইউক্রেনীয় পর্যটককে নিয়ে দু’টি বিমান নেমেছে রেড সি-র হারগাদায়।
africa
অন্যদিকে আফ্রিকার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞেরা। ‘দ্য আফ্রিকা সেন্টারস ফর ডিজ়িস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশে ৪ লাখ ৪০ হাজারের বেশি আক্রান্ত। তবে এখানে কম পরিমানে পরীক্ষা হচ্ছে বলে আক্রান্তের সংখ্যা কম। পরীক্ষার সংখ্যা বাড়লে সংক্রমিতের সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে । দক্ষিণ আফ্রিকায় প্রায় দেড় লাখের বেশি সংক্রমিত। তার মধ্যে ২৮ শতাংশ সংক্রমণ জোহানেসবার্গে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে দীর্ঘদিন মানুষ ‘গৃহবন্দি’ থাকার ফলে মানসিক ও অর্থনৈতিক ভাবে হতাশ। গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ বাইরে যেতে চাইছে। অথচ নোভেল করোনাভাইরাস এখন সংক্রমণের শীর্ষে। আফ্রিকার ক্ষেত্রেও একই ছবি।
Highlights
১. পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো গিজার পিরামিড
২. আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বর্তমানে আশংকাজনক।
৩. পরীক্ষার সংখ্যা বাড়লে করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
#Corona | #Africa | #Who