Bangla News Dunia, দীনেশ দেব :- করোনা মহামারী ভারতের পাশাপাশি সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকা , ভারত , ব্রাজিল , ইতালি , ফ্রান্স , জার্মানি , ব্রিটেন এই সকল দেশ। এছাড়া ও বিশ্বের বিভিন্ন দেশ এই ভাইরাসের ক্ষতির মুখে পড়েছে।
এমন অবস্থায় ভারতের বর্তমান অবস্থা দেখে আমেরিকার প্রধান স্বাস্থ্যে উপদেষ্টা ডঃ ফাউচি গতকাল আমেরিকার এক সাংবাদিক সম্মেলনে বলেন যে ভারতকে এই ভাইরাসের থেকে মুক্তির জন্য চীনের থেকে শেখা উচিত। চীনের সরকার এই ভাইরাস থেকে মুক্তির জন্য দেশের মধ্যে লক ডাউনের পাশাপাশি খুব দ্রুততার সাথে হাসপাতাল বানিয়েছে , যাতে করে বেশি সংখ্যক মানুষের চিকিৎসা করা যায়।
আরো পড়ুন :- নিয়মিত গরম জল পান কি করোনার হাত থেকে বাঁচায় ? কি বলছে বিশেষজ্ঞরা
তিনি বলেন এমন ভারতকে দুটি প্রধান কাজ করা উচিত , যদি লক ডাউনে না যেতে চায় ভারত প্রথমত ভারতে অস্থায়ী রূপে প্রচুর পরিমানে হাসপাতাল বানাতে হবে , যাতে করে বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়া যায়। দ্বিতীয়ত যত দ্রুত সম্বভ ভারতের বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদান করা। এতে আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি মৃতের সংখ্যা ও কমবে।
ওই সাংবাদিক সম্মেলনে , ডঃ ফাউচিকে জিজ্ঞাসা করা হয় যে আমেরিকার সরকারের রিপোর্টে ৫ লাখ ৮০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসের কারণে আমেরিকায় মারা গেছে। কিন্তু আমেরিকার ইউনিভার্সিটি অফ ওয়াসিংটন এর একটি রিপোর্ট বলা হয়েছে আমেরিকায় মৃতের সংখ্যা ৯ লাখ । আপনার কি মত , এই রিপোর্টের পেক্ষিতে ?
এই প্রশ্নের উত্তরে ডঃ ফাউচি বলেন যে এটা সত্য হতে পারে। কারণ এমন অনেক মৃত্যু হয়েছে যেখান মৃত্যুর কারণ অন্য কিছু লেখা হয়েছে। এছাড়া সরকার সমস্ত মৃতের পরিসংখ্যান রাখতে পারেনি। তাই সরকারি পরিসংখ্যানে মৃতের সংখ্যা কম হতে পারে। ডঃ ফাউচির এই স্বীকারোক্তির ফলে বোঝা যাচ্ছে যে ভারতেও এমনটাই ঘটছে।
আরো পড়ুন :- নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে