করোনা নিয়ে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য , আতঙ্ক নানামহলে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দিন যত এগোচ্ছে নানা গবেষণায় উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এবার মার্কিন গবেষণায় করোনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মহামারী করোনাভাইরাসের নতুন তিনটি উপসর্গ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

নতুন তিনটি উপসর্গ হলো— সর্দি, বমি বমি ভাব ও ডায়রিয়া। এর আগে এই ভাইরাসের সংক্রমণের উপসর্গ ছিল গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশি বা শরীরের ব্যথা ও মাথাব্যথা। এক্ষেত্রে আরো চিন্তার কথা তবে জরুরি উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ, জেগে থাকতে অসুবিধা, ঠোঁট বা মুখ নীল রঙের হয়ে যাওয়াকে চিহ্নিতও করা হয়েছে। মার্কিন সংস্থা সিডিসির তথ্য অনুসারে, যদি কেউ এসব উপসর্গ দেখা দেয়, তবে অবিলম্বে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।

corona test

এপ্রিল মাসে সিডিসি করোনার আগের উপসর্গের সঙ্গে ছয়টি উপসর্গ যুক্ত করে। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনার নতুন তিনটি উপসর্গ যুক্ত করল তারা।

একই সঙ্গে তারা জানায়, এসব উপসর্গই চূড়ান্ত নয়, এ তালিকা আরও আপডেট করা হবে। আর নতুন এসব উপসর্গ আক্রান্ত ব্যক্তির মধ্যে সামান্য কিংবা তীব্র আকারে দেখা যেতে পারে। এসব উপসর্গ কমপক্ষে ২ থেকে ১৪ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রকাশ পেতে পারে। এছাড়া যারা ফুসফুসের রোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর রোগে ভুগছেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে সিডিসি। তাই সাবধানের মার নেই।

মাস্ক  ও সামাজিক দূরত্বের পাশাপাশি। শিশু ও বয়স্কদের বাইরে বেরোনো উচিত নয়।

Highlights

1. করোনা নিয়ে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

2. নতুন তিনটি উপসর্গ হলো— সর্দি, বমি বমি ভাব ও ডায়রিয়া

#Corona #সিডিসি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন