Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনা নিয়ে নতুন সতর্কবার্তা শোনালেন স্বাস্থ্য সংস্থা হুয়ের শীর্ষ প্রধান অ্যাডহানম ঘেব্রেইয়েসাস। গত বৃহস্পতিবারই নতুন করে প্রায় দেড় লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সারা বিশ্বে। এর মধ্যে অর্ধেক মার্কিন নাগরিক। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াতেও সংক্রমণ বৃদ্ধির ধারা এখনো অব্যাহত। সব মিলিয়ে এই মুহূর্তে করোনা মহামারী কমার কোনো লক্ষন নেই বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।
অন্যদিকে করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে দীর্ঘ লক ডাউন তুলে দিয়ে বেশির ভাগ দেশই এখন স্বাভাবিক জনজীবনে ফিরতে ব্যস্ত। আর যারা আইসোলেশনে আছেন তারাও এই গৃহবন্দী দশায় থেকে ক্লান্ত ও অবসন্ন। মানসিক উদ্বেগ ,চিন্তা এইসময় মানুষের মনে বেশি করে জন্ম নিচ্ছে। আর্থ-সামাজিক অবস্থারও বেশ অবনতি ঘটেছে। ফলে বর্তমানে বিশ্ববাসীর মানসিক এবং শারীরিক দুই স্বাস্থ্য নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন হুয়ের শীর্ষ কর্তা।
পাশাপাশি এ সময়টা খুব গুরুত্বপূর্ণ বলেও তিনি জানিয়েছেন। কারণ যতদিন যাবে করোনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আরো বেশি করে মানুষের মধ্যে সতর্কতা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। করোনার কমবে কিংবা পুজোর আগে করোনা মহামারী থেকে দেশবাসী তথা বিশ্ববাসী মুক্তি পাবে কিনা সেই বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেন নি অ্যাডহানম ঘেব্রেইয়েসাস।
হু-র প্রযুক্তি বিভাগের কর্ণধার মারিয়া ভ্যান জানান যে বিশ্বের সকল প্রান্তে এই সংক্রমণ খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ছে । কিছু দেশ সাময়িকভাবে করোনামুক্ত হলেও সেসব দেশে আবার করে সংক্রমণ ধরা পড়ছে এবং নতুন করে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে হু-র হেলথ এমার্জেন্সি প্রোগ্রামের অধিকর্তা মাইক রায়ান আগামী শরতেই দ্বিতীয় দফার করোনা সংক্রমণ শুরু হতে পারে বলে দাবি করেছেন। করোনা এখনো নিয়ন্ত্রণে আসেনি। বরঞ্চ তা আরো ভয়াবহ রূপ দিয়ে দ্বিগুন গতিতে বৃদ্ধি পাওয়ার সম্ভবনা প্রবল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
Highlights
১. করোনা নিয়ে নতুন সতর্কবার্তা হু প্রধানের।
২. এখনই বিশ্ব করোনা মুক্ত হবে না বলে তিনি জানিয়েছেন।
৩. আগামী শরতে দ্বিতীয় দফার সংক্রমণের আশংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
# Corona | # Who