Bangla News Dunia, অমিত রায় :- ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে ,ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখ পার করেছে এমনকি মৃতের সংখ্যা দৈনিক ৪ হাজার পার করেছে। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উপর আঙ্গুল তুলছে আর তারই সাথে বিশ্বের বিভিন্ন বড় বড় মিডিয়া ভারতের প্রধানমন্ত্রী মোদির উপর আঙ্গুল তুলছেন। তাদের দাবি ভারতের এই করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী মোদি দায়ী।
মূলত কাল অথাৎ ৮ মে , ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ দেশের এক শীর্ষ বৈঠক ছিল সেখানে অতিথি হিসাবে ভারতকে আমন্তন জানানো হয়েছে। ভারতের হয়ে প্রধানমন্ত্রী মোদী এই বৈঠকে ভার্চুয়াল ভাবে অংশ গ্রহণ করেন। ওই বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারতের মধ্যে ব্যবসা , সুরক্ষা ও অভ্যান্তরিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যাতে করে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্কের আরো উন্নতি ঘটে। আর নিজের মধ্যের আর্থিক সম্পর্ক বৃদ্ধি ঘটে।
আরো পড়ুন :- Big News : অবশেষে পাকিস্তান মানলো কাশ্মীর ভারতের অংশ
ভারতের আগে এই বৈঠকে প্রধান অতিথি হিসাবে শুধু আমেরিকা অংশ গ্রহণ করেছে। বিশ্বের আর কোনো দেশকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের বৈঠকে আমন্তন জানানো হয়নি। এর থেকেই বোঝা যায় যে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ভারত কতটা দরকারি।
এই বৈঠকের মঞ্চ থেকে ভারতের মিত্র দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরণ বিশ্বের বিভিন্ন দেশের উদ্যেশে বলে যে , যেই সকল দেশ ভারতের এই করোনা পরিস্থিতি নিয়ে ভারত সরকার ও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করছেন , তাদের মনে রাখা উচিত ভারত এই করোনা পরিস্থিতিতে মানবতার খাতিরে বিশ্বের ১৫০ টির বেশি দেশে মেডিক্যাল সামগ্রী পৌঁছেছে। এছাড়া ভ্যাকসিন আসার পরে শুধু দেশের নাগরিকদের কথা না ভেবে , সারা বিশ্বের কথা ভেবে বিশ্বের ৮০ টির বেশি দেশে করোনা ভ্যাকসিন পৌঁছেছে। এমনকি অনেক দেশে ফ্রীতে ভ্যাকসিন পৌঁছে দিয়েছে ভারত।
তাই ভারতের বদনাম করা বন্ধ করুন , ভেবে দেখলে পাবেন যে করোনা পরিস্থিতিতে ভারত আপনার দেশকে ও সাহায্য করেছে হয়তো ভ্যাকসিন দিয়ে বা মেডিকেল উপকরণ দিয়ে।
বলে রাখি , ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্বের মধ্যে ফ্রান্স সেই দেশ যার কাছে ভিটো পাওয়ার রয়েছে। ফ্রান্সের এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা মনে করছেন ইউনিটেড নেশনে ভারতের পার্মানেন্ট মেম্বার হবার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। কারণ করোনা কালে ভারত পৃথিবীর মানুষদের জন্য যা করেছে তাতে বিশ্ব মঞ্চে ভারতের নির্ভর যোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন :- নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে