করোনা ভাইরাসের হাওয়ায় ছড়ানো নিয়ে মারাত্মক তথ্য উঠে আসলো মার্কিন সংস্থার গবেষণায়

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- আগেই ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে। ভারতের ভিতরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ তে ভাইরাস হাওয়ায় ছড়িয়ে পড়ছে। এর ফলেই বেশি পরিমান মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এছাড়া এই ভাইরাসের স্টেইন অন্য ভাইরাসের থেকে অনেক বেশী শক্তিশালী। তাই দেশে বেশি পরিমান মানুষ এই ভাইরাসে মারা যাচ্ছেন। এমন অবস্থায় কেন্দ্রের পক্ষ থেকে বাড়িতে থাকতে , দূরত্ব বজায় রাখতে ও ডবল মাস্ক ব্যবহার করতে এবং বাড়িতেও মাস্ক পরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন :- করোনার টিকা না পাওয়া পর্যন্ত শিশুদের কি ভাবে রক্ষা করবেন ? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন

এবার ভারতের এই কথাকে সত্য প্রমাণিত করলো আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের গবেষণায়। এই গবেষনায় উঠে এসেছে এই ভাইরাস ৬ ফুটের মধ্যে হাওয়ায় ছড়ানোর সম্বাভনা থাকে সবচেয়ে বেশি। কোনো করোনা পজিটিভ রোগীর থেকে ৬ ফুটের মধ্যে খুবই সহজে এই ভাইরাস অন্য ব্যাক্তির শরীরে প্রবেশ করতে পারে।

property banner

এই গবেষণায় বলা হয়েছে , তবে ৬ ফুটের বাইরের পরিসর একে বারেই নিরাপদ নয় কিন্তু। হওয়ার মাধ্যমে এর থেকে ও বেশি দূরে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তবে যত দূরে বয়ে বেরোবে এই ড্রপলেট ততই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে নিজের শক্তি হারাবে এই ভাইরাস। বিশেষজ্ঞরা বলেছেন , ” মানুষ যখন কথা বলতে গিয়ে হাঁচি , কাশি দেয়। এমনকি শ্বাস ছাড়বার  সময় ও ড্রপলেট ছড়ায়। আর তাতে থাকে ভাইরাস। আর এই রোগীর থেকে ৬ ফুট দূরে থাকলেও ভাইরাস সংক্রামণের ঝুঁকি থাকে।

তাই মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে , এই ভাইরাস থেকে বাঁচতে গেলে মানুষকে সোশ্যাল ডিসটেনসিং বজায় রাখতে হবে। বাড়ির বাইরে গেলে সর্বদা ডবল মাস্ক লাগিয়ে রাখতে হবে। নয়তো মৃত্যু মিছিল এই ভাবেই চলতে থাকবে।

আরো পড়ুন :- বাংলার এই জেলা গুলিতে হাই এলার্ট জারি করা হলো , আপনার জেলা নেইতো ?

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?

Bangla news dunia Desk

মন্তব্য করুন