BBangla News Dunia, সমরেশ দাস : – প্রথমে জানা গিয়েছিলো যে করোনা একমাত্র কোনো ব্যাক্তি যার এই রোগ হয়েছে তার সংস্পর্শে এলে তবেই হতে পারে । কিন্তু পরে জানা গেলো এক মিটার তার পরে জানা গেলো ১৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে এই জীবাণু । কিন্তু এখন আবার বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছেন তা সত্যি খুব চিন্তার ।
ইতালির বার্গামো প্রদেশের এক দোল বিজ্ঞানী এর আগে সেখানকার বাতাস পরীক্ষা করে দেখতে চেয়ে ছিলেন যে ঠিক কত দূর পর্যন্ত ছড়াতে পারে এই ভাইরাস । কেননা এই প্রদেশের এলাকা সবথেকে বেশি দূষিত ও তার ফলে এখানকার বাতাস ও দূষিত । তাই তারা দেখেছেন যে এই দূষিত বাতাসের জন্য করোনার ভাইরাস যেতে পারে অনেক দূর ।
আরো পড়ুন :- ভারতের কাছে তেল মজুতের সুযোগ
বিজ্ঞানীদের মতে বেশি সংক্রমণ ছড়িয়েছে দূষিত এলাকাতেই । আর উত্তর ইতালির এই অঞ্চল অপেক্ষাকৃত ভাবে বেশি দূষিত তাই এই অঞ্চলে ছড়িয়েছে বেশি ভাইরাস । আর সঙ্গে আর একটি দাবি করা হয়েছে যে দূষিত বাতাসের দূষণ কণার কারণেই করোনা ছড়িয়ে পড়তে পারে বেশি করে ।
আরো পড়ুন :- আবার বাড়বে কি লকডাউন ? ফের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন মোদী
দূষিত বাতাস মাইক্রোবস বহনে বেশি সক্ষম , কেননা এর আগে বার্ড flue জাতীয় রোগ ছড়াতে এই মাইক্রোবস সক্ষম বলে জানানো হয়েছিল । আর আগে ২০০৩ সালে সার্স ছড়িয়ে পড়ার জন্য এই দূষিত বাতাস প্রধান ভূমিকা নিয়েছিল । তবে বিজ্ঞানীরা এখনো পুরো পুরি বুঝে উঠতে পারেননি যে দূষিত বাতাস কতটা সক্ষম এই ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে ।