Bangla News Dunia, অজয় দাস :- আগেই দেশের গুপ্তচর বাহিনী দিল্লী পুলিশকে এলার্ট করে যে এই করোনা মহামারীর মাঝে ISIS বা অন্যন্য জঙ্গি সংগঠন গুলি দিল্লিতে হামলা করতে পারে। গুপ্তচর বাহিনী জানায় এই জঙ্গি সংগঠন গুলি বিভিন্ন পুলিশ চেক পোষ্টে হামলা করতে পারে। কারণ পুলিশ চেক পোস্টে সব সময় বেশি পরিমানে পুলিশ উপস্থিত থাকেন। তাই হামলা করলে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হবে।
ISIS – এর তরফ থেকে জানায় , এই মহামারীর সময় কোনো ভাবেই নিজেদের মধ্যে ক্ষমা ভাবনা আনা উচিত নয়। যে যেখানে আছে সে সেখানেই হামলা করতে পারে। কারণ বর্তমানে সারা বিশ্বের সমস্ত প্রশাসন এখন জঙ্গি দমন থেকে তাদের নজর সরিয়ে নিয়েছে। তারা এখন এই মহামারীর জন্য ব্যাস্ত , আর এটাই সঠিক সময়।
[ আরো পড়ুন :- কাল ফের একবার দেশবাসীকে ভিডিও বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ]
জঙ্গি সংগঠন আরো জানায় বর্তমানে সমস্ত আন্তর্জাতিক স্তরে যোগাযোগ বিচ্ছিন্ন তাই এক দেশ থেকে অন্য দেশে গিয়ে জঙ্গি হামলা করা সম্বভ নয়। তাই যে যেখানে আছে তার সুযোগ নিয়ে ভয়ঙ্কর হামলা করতে হবে।
এর মধ্যেই আফ্রিকার বিভিন্ন দেশে যে খানে আমেরিকা , ও তার ন্যাটো বাহিনীর সেনা আছে তারা তাদের সেই সব দেশ তাদের সেনাদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় বিভিন্ন আফ্রিকান দেশ আমেরিকা , ফ্রান্স ও ব্রিটেনের কাছে সেনা না সরানোর অনুরোধ করেছে। তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা জানায় এমন অবস্থায় তাদের সেনাদের আফ্রিকায় রাখা সম্বভ নয়। আর তার ফলেই বিপাকে পড়েছে বহু আফ্রিকান দেশ। যে খানে বিভিন্ন ছোট বড়ো জঙ্গি সংগঠন সক্রিয়। এই সেনা সরিয়ে নেবার সুযোগ নিতে পারে বিভিন্ন জঙ্গি সংগঠন এমনটাই মনে করছে সেই সব আফ্রিকান দেশের বিশেজ্ঞরা।