করোনা মোকাবিলায় ভারতকে অর্থসাহায্য বিশ্বব্যাঙ্কের

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News  Dunia, সারদা দে :- করোনা মোকাবিলায় ভারতকে অর্থসাহায্য করার প্রতিশ্রুতি দিলো বিশ্বব্যাঙ্ক। করোনায় চিকিৎসা সহ জরুরি পরিস্থিতি মোকাবিলায়  ভারতকে ১০০ কোটি ডলার অর্থসাহায্য করবে তারা।  ভারত ছাড়াও  পাকিস্তান ,শ্রীলংকা ,আফগানিস্তান সহ আরো ২৪ টি উন্নয়নশীল দেশকে আরো ৯০ কোটি মার্কিন ডলার অর্থসাহায্য করবে বিশ্বব্যাঙ্ক। এর মধ্যে মধ্যে পাকিস্তান পাবে ২০ কোটি ডলার, শ্রীলংকা পাবে ১২ কোটি ৪০ লক্ষ ডলার , আফগানিস্তান এবং ইথিওপিয়া পাবে যথাক্রমে ১০ কোটি এবং ৮ কোটি ডলার।  ভারত যেহেতু অর্থনীতিতে এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ সেই জন্য এই অনুদানের সিংহভাগ তারা পাচ্ছে।

[ আরো পড়ুন :- ফোর্বসের সেরার তালিকায় দুই বাঙালি কন্যা ]

বিশ্বব্যাঙ্ক প্রদত্ত এই অর্থে ওই দেশে ইতিমধ্যে অনেক প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। দরকার হলে ওই সব প্রকল্পে বিশ্বব্যাঙ্ক বাড়তি খরচ করতেও প্রস্তুত।  ওই সব প্রকল্পে বিশ্বব্যাঙ্ক বিনিয়োগ করেছে ১৭০ কোটি ডলার। বিশ্বব্যাঙ্ক আরো জানিয়েছে যে আগামী ১৫ মাসে তারা  ১৬  হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করতে প্রস্তুত।

[ আরো পড়ুন :- কোরনা ভাইরাস-এ একদিনে ১১৬৯ মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে ]

বিশ্বব্যাঙ্কের গ্রূপ  প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জানিয়েছেন করোনা পরবর্তী আর্থ -সামাজিক দুরাবস্থা থেকে উন্নয়নশীল দেশগুলিকে বাঁচানোর জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। আগামী ১ লা মে থেকে বিশ্বের দরিদ্রতম দেশগুলির থেকে তাদের নেওয়া ঋণের সুদ যাতে নেওয়া  না হয় তার জন্য আন্তর্জাতিক অর্থভান্ডারের সাথে তারা কথাও  বলেছেন বলে জানান  প্রেসিডেন্ট।  কিছুদিন আগে অবস্থিত জি -২০ বৈঠকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন