করোনা রুখতে নয়া হাতিয়ার আনল ফাইজার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা অতিমারির দাপট চলছে প্রায় ২ বছর ধরে। মূলত উপসর্গের ওপর ভিত্তি করেই চিকিৎসা চালানো হয়। পরীক্ষামূলকভাবে কিছু ইঞ্জেকশন চালু করা হয়েছে , তবে এখনও পর্যন্ত করোনা নিরাময়ের কোনও ওষুধ নেই বাজারে। দিয়ে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে ভয় কাটছে না কোনওভাবেই। এরই মধ্যে কিছু সংস্থা ওষুধ নিয়ে আশার কথা শোনাচ্ছে। সেই ওষুধের দৌড়ে ফাইজ়ার। আগেই বাজারে করোনার প্রতিষেধক এনেছে এই সংস্থা। সংস্থার দাবি, করোনার নতুন ওষুধ নিয়ে আসছে তারা। ওষুধে রোগীর মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

avilo home

বর্তমানে আমেরিকায় করোনার চিকিৎসায় ইঞ্জেকশন ব্যবহার করা হয়। ফাইজারের দাবি, করোনা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে ফাইজ়ারের তৈরি ওষুধ। ৭৭৫ জনের রোগীর ওপর প্রাথমিকভাবে ওই ওষুধের পরীক্ষা করেছে ফাইজ়ার। দেখা গিয়েছে মৃত্য়ু হয়নি কারও।

ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে ওই সংস্থা। জনাা গিয়েছে, ওই ওষুধের ব্র্যান্ড নেম হবে, পাক্সলোভিড। দিনে দুবার তিনটি করে ওষুধ খাওয়াতে হবে রোগীকে। এই ওষুধ খেলে কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিছু জানানো হয়নি সংস্থার তরফে। মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস এই ওষুধ বাজারে আনছে। এটি কোভিডের অ্যান্টি ভাইরাল পিল হিসেবে কাজ করবে।

করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির তরফ থেকে ওষুধটিকে অনুমোদন দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষা করার বা করোনার উপসর্গ দেখা দেওয়ার ৫ দিনের মধ্যেই এই ওষুধ খেতে হবে।

 আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন