Bangla News Dunia, দীনেশ দেব :- ভারত এক সময় সৌদির তেল ক্রয়ের সবচেয়ে বড় ক্রেতা ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে কাঁচা তেলের দাম নিয়ে ভারতের সাথে সৌদির সম্পর্কের অবনতি হয়েছে। তার প্রধান কারণ সৌদি আরব নিজেই। কারণ ২০২০ সালে যখন সারা বিশ্বে লক ডাউন চলছিল তখন সৌদি আরব তার তেল ক্রয়ের জন্য ভারতের কাছে অনুরোধ করে। ভারত ও তখন সৌদির কথা ভাবে ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তেল ক্রয় করে , ভারতের যত রিজার্ভ ছিল তা ভরে দেয়।
এমনকি ভারত আরো ছোট ছোট দেশকে সৌদির তেল ক্রয় করতে বলে। তখন ভারত সৌদিকে বলেছিলো যে এই লক ডাউন শেষে হঠাৎ করে যাতে সৌদি ভারতের জন্য তেলের দাম না বাড়িয়ে দেয়। কিন্তু লক ডাউন শেষ হতেই যখন সারা বিশ্বে আবার তেলের চাহিদা বৃদ্ধি পেলো তখন সৌদি ভারতের জন্য ও তেলের দাম বাড়িয়ে দিলো। কিন্তু ভারতের সরকারের তরফ থেকে এই দাম বৃদ্ধি নিয়ে যখন সৌদিকে বলা হলো তখন সৌদির বিদেশ মন্ত্রী জানায় যে ” করোনা কালে কম টাকায় যেই তেল কিনে ভারত রিজার্ভ ভর্তি করেছে। সেই রিজার্ভ থেকে তেল নিয়ে দেশের চাহিদা পূরণ করুক ভারত “।
আরো পড়ুন :- ভারতের জন্য ইরান থেকে আসলো খুশির খবর
সৌদি থেকে এমন প্রতিক্রিয়া পাবার পর ভারত সরকার সৌদি থেকে তেল ক্রয় করা কম করে দেয়। এর পর ভারত সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয় যে দেশের মধ্যে থাকা তেলের ভান্ডার থেকে তেল উৎপাদন বৃদ্ধি করার উপর জোর দিতে। আর তারই সাথে ভারত সাউথ আমেরিকার দেশ গুয়ানা থেকে তেল ক্রয়ের উপর জোর দিচ্ছে।
ভারত গুয়ানার সাথে কথা বার্তা চালাচ্ছে। সেখান থেকে ভারত কম দামে বহুদিনের জন্য তেল ক্রয়ের চুক্তি করতে চলেছে। সেখানকার প্রশাসন ও ভারতের সাথে এই চুক্তিতে রাজি হয়েছে। কারণ সেখানকার তেল ক্রয়ের জন্য ক্রেতা খুবই কম। কিন্তু ভারতের মতো এক বিরাট চাহিদা পূর্ণ দেশকে কয়েক বছরের জন্য তেল বিক্রি করতে পারলে সেই দেশের আর্থিক অবস্থার যে উন্নতি হবে তা সেই দেশের সরকারের সাথে সাথে জনসাধারণ ও জানে।
বিগত ২০ দিন ধরে ভারত সৌদি থেকে তেল ক্রয় এক দমই কমিয়ে দিয়েছে। মনে করা হচ্ছে গুয়ানার সাথে চুক্তি সম্পূর্ণ হলে সৌদি থেকে তেল ক্রয় সর্বনিম্মতে নিয়ে যেতে পারে। বর্তমানে গুয়ানা থেকে তেল ভারতে আশা শুরু হয়ে গেছে। যা চুক্তির পর কয়েকগুন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আর গুয়ানা থেকে তেল ক্রয় ভারতের কাছে সৌদি থেকে তেল ক্রয়ের থেকে ও সস্তা হবে।
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার