bBangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। শুধু যে এই ভাইরাসের ফলে মানুষের জীবন সংশয় হতে চলেছে তা নয়। এই ভাইরাসের জেরে বিশ্বের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। এই ভাইরাস আরো বেশিদিন থাকলে মানব চরম ক্ষতি হবে , কারণ মানুষ হয়তে না খেতে পেয়ে মারা যাবে।
এই ভাইরাসের ফলে কাঁচা তেলের দাম তলানিতে গিয়ে থেকেছে। এমনকি তেলের দাম জলের থেকে ও সস্তা হয়ে গেছে। অবস্থা এমন জাগায় গিয়ে ঠেকেছে যে আমেরিকায় তেল ব্যাবসায়ীরা তাদের ক্রেতাদের তেল নেবার জন্য নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। সেখানে তেলের দাম জিরোর নিচে চলে গেছে।
রাষ্ট্রপুঞ্জের প্রধান আগেই বলেছেন করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে না। এই দিন ব্রিটিশ সাস্থ মন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে জানান যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ২৩ শে এপ্রিল মানব শরীরে করোনা ভাইরাসের টিকার ট্রায়াল শুরু হবে।
আরো পড়ুন :- পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা টেস্টের তোড়জোড় !
এই ট্রায়ালে ৫১২ জন করোনা ভাইরাসের রোগীকে চিহ্নিত করা হয়েছে যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। ব্রিটেনের থেমস ভ্যালিতে এই ভ্যাকসিনের ট্রায়াল চলবে। এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে chAdOx1ncoV-19 . ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানুয়ারী মাসেই এই ভাইরাসের টিকা আবিষ্কারের উপর কাজ করা শুরু হয়েছিল। মার্চ মাসে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে অক্সফোর্ড এই গবেষকরা। এবার তৃতীয় পর্যায়ের কাজ শুরু করেছে গবেষকরা।
অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন এই ভাইরাসের টিকা আবিষ্কার করতে সেপ্টেম্বর মাস লাগতো। তবে বর্তমান পরিস্থিতি দেখে এত দিন সময় নেওয়া যাবে না বলে তারা এই কাজকে এগিয়ে নিয়ে এসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সারা বিশ্ব এখন ব্রিটেনের এই ট্রায়ালের দিকে তাকিয়ে রয়েছে।