Bangla News Dunia : S. Datta Roy – গত কয়েকদিন ধরে কাশ্মীর উপত্যকা আবার গরমাগরম হয়েছে। সিআরপিএফ এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরের সোপিয়ানে সোমবার আবার ৪ জন উগ্রপন্থীকে হত্যা করা হয়েছে। জানুয়ারি মাস অবদি কাশ্মীর অবরুদ্ধ ছিল ,ফেব্রুয়ারু মাস থেকে আস্তে আস্তে বিধিনিষেধ শিথিল হতে থাকে ,মার্চ মাস বাদ দিয়ে এপ্রিল ,মে ও জুন মাসে কাশ্মীরে আবার উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান এবং উগ্রপন্থীদের হত্যা করার ঘটনা বাহিনী তুলে ধরেছে। জম্মু -কাশ্মীর পুলিশের ডিআইজি দিলবাগ সিং জানিয়েছেন -এই বছরে এই কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে।
কাশ্মীরে এক সাংবাদিক বৈঠকে সেনা করতে বিএস রাজু বলেছেন -এই মুহূর্তে কতজন উগ্রপন্থী সক্রিয় আছে তা সঠিকভাবে বলা না গেলেও ১০০ জন স্থানীয় উগ্রপন্থী ও ২৫ জন বিদেশি সন্ত্রাসবাদীর ওপর নজর আছে। চলতি বছরে উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনীর ২৯ জন জওয়ান আধিকারিক নিহত হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষও নিহত হয়েছে। সোমবারই অনন্তনাগে এক পঞ্চায়েত প্রধানকে গুলি করে হত্যা করেছে উগ্রপন্থীরা।
অবন্তীপুরার পুলিশ কর্তারা জানিয়েছে -আরও কিছু উগ্রপন্থী পাকড়াও করার তালিকায় আছে। নিহত ১০০ জন উগ্রপন্থীর বেশিরভাগই স্থানীয় ছেলে। অন্যদিকে জানা যায় -কাশ্মীরে শান্তি ফিরে আসায় অখুশি পাকিস্থান। পুলিশ বাহিনী ৩৬ টি অভিযান চালিয়ে উগ্রপন্থীদের সহযোগী ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Highlights
১. কাশ্মীরের সোপিয়ানে সোমবার আবার ৪ জন উগ্রপন্থীকে হত্যা করা হয়েছে।
২. নিরাপত্তা বাহিনীর ২৯ জন জওয়ান আধিকারিক নিহত হয়েছে।
৩. সোমবারই অনন্তনাগে এক পঞ্চায়েত প্রধানকে গুলি করে হত্যা করেছে উগ্রপন্থীরা।
# Terroist # Kashmir