Bangla News Dunia, সমরেশ দাস :- সম্প্রতি যে ঘটনা চীন ভারতের সাথে করেছে তাতে সারা দেশ জুড়ে শুরু হয়েছে চীনা দ্রব্য পরিত্যাগের ঝড় । সঙ্গে তাদের সাথে সীমান্তে যুদ্ধ ও তাতে আমাদের দেশের বেশ কিছু বীর যোদ্ধা প্রাণ হারিয়েছেন । আমরাও মেরেছি ৪৫ জনকে । আসুন দেখে নি তাদের সৈন্যরা কিভাবে অনুশীলন করেন ।
চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতে শত্রূ পক্ষের মোকাবিলা করার জন্য কীভাবে তৈরি করা হয় চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-এর সদস্যদের?
২০ লক্ষ সেনা নিয়ে পিএলএ বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী ৷ শূন্য ডিগ্রির নীচে তাপমাত্রায় এভাবেই কঠিন প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করা হয় ৷ চিনের হেইহেতে শীতকালীন প্রশিক্ষণ শিবিরে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শরীরে বরফ ছুড়ে সহনশীলতার পরীক্ষা নেওয়া হয় চিনের সেনা জওয়ানদের ৷
জিনজিয়াং উইঘুরের স্বশাসিত অঞ্চলের হামিতে একটি মিলিটারি বেসে প্রবল তুষারপাতের মধ্যেই পিস্তল থেকে নিশানা গুলি ছোড়ার অভ্যাস করানো হয় । করানো হয় কুকুর নিয়ে প্রশিক্ষণ ।
চিন রাশিয়া সীমান্তের হেইহি-তে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরোয়াল হাতে অনুশীলন । চিন রাশিয়া সীমান্তের হেইহিতে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রশিক্ষণ চলে চিনা সেনাদের ৷ চিনের হেইহে-তে প্রশিক্ষণ চলাকালীন টায়ার থেকে শরীরে বরফ ঢালছেন চিনের সেনারা ।