কেন রাশিয়ায় পাঠানো হচ্ছে ভারতের স্বদেশী কাবেরী ইঞ্জিন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :– আপনারা যারা ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর নজর রাখেন তারা ভাল করেই জানেন যে সারা বিশ্বের মধ্যে যত ডিফেন্স ইকুইপমেন্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ও কমপ্লিকেটেড হচ্ছে জেট ইঞ্জিন তৈরি করা। এই ইঞ্জিন ফাইটার জেটে লাগানো হয় ড্রোনে লাগানো হয়।  ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। ) 

আর এই জেট ইঞ্জিন বানানোর প্রসেস খুবই কমপ্লিকেটেড হয়। এমনকি এই জেট ইঞ্জিন বানাতে সময় লাগে প্রচুর। আর এই জেট ইঞ্জিন বানাতে প্রচুর অর্থ খরচ করতে হয়। আর তার জন্যই বর্তমান সময়ে সারা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই জেট ইঞ্জিনের টেকনোলজি রয়েছে।

avilo home

আপনাদের জানিয়ে রাখি ভারতও নিজের স্বদেশী জেট ইঞ্জিন তৈরির পিছনে কাজ করছে। যার মাধ্যমে ভারত চাইছে ভারতের স্বদেশী জেট ইঞ্জিন তৈরি করতে , যাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর জেট ইঞ্জিনের জন্য নির্ভর করতে না হয়। আপনাদের আরো জানিয়ে রাখি , বর্তমানে ভারতের কাছে যেই তেজস ফাইটার জেট রয়েছে।  সেই তেজস ফাইটার জেটে  আমেরিকার তৈরি জেট ইঞ্জিন লাগানো হয়েছে।

আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে

আর ভারত নিজের যেই জেট ইঞ্জিন তৈরির জন্য কাজ করছে , তার নাম কাবেরী ইঞ্জিন। আর এবার এই কাবেরী ইঞ্জিন নিয়ে আসলো এক বড় খবর। মূলত ভারতের এই কাবেরী ইঞ্জিন প্রায় দেড় মাস পরে অর্থাৎ জানুয়ারি মাসে রাশিয়ায় পাঠানো হবে।  এই কাবেরী ইঞ্জিনের সাথে ফ্রান্সের নাম যুক্ত করা হচ্ছে । তবে আপনাদের বিস্তারিত জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।

প্রিয় দর্শক ভারতের এই কাবেরী ইঞ্জিন রাশিয়ায় পাঠানো হচ্ছে তার ফ্লাইট টেস্টের জন্য। রাশিয়াতে এক বিরাট বড় ইনস্টিটিউট রয়েছে যা নাম গ্রুমু ফ্লাইট রিসার্চ ইনস্টিটিউট । আর এই ইনস্টিটিউট এর কাছে একটি অ্যান্টোনিও সিরিজের IL-76 ফ্লাইং ল্যাবরটরি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে যেকোনো জেট ইঞ্জিন লাগিয়ে টেস্ট করা যেতে পারে। কিন্তু বর্তমানে ভারতের কাছে এই প্রকারের কোন এয়ারক্র্যাফ্ট নেই। যার ফলে ভারত নিজের কাবেরী ইঞ্জিনকে টেস্ট করার জন্য রাশিয়ায় পাঠাচ্ছে।

আরো পড়ুন :- পাকিস্তানের উপর সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া

মূলত রাশিয়ার এই এয়ারক্রাফটে  চারটি ইঞ্জিন লাগানো যায়। আর চারটি ইঞ্জিনের মধ্যে দুটো ইঞ্জিন এয়ারক্রাফটের ও বাকি দুটো ইঞ্জিন এয়ারক্রাফটের দুইপাশে লাগিয়ে টেস্টিং করা যেতে পারে। যার ফলে এই এয়ারক্রাফটের দুই সাইডে দুটি কাবেরী  ইঞ্জিন লাগিয়ে টেস্ট করা হবে। যদি মাঝে মাঝ আকাশে ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে এই এয়ারক্রাফটের যে নিজের ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের মাধ্যমে এয়ারক্রাফট আকাশে উড়তে সক্ষম হবে। যার ফলে এয়ারক্রাফট ক্রাশ হওয়ার কোন সম্ভাবনা নেই।

এছাড়া ফ্রান্স ভারতের এই কাবেরী ইঞ্জিন তৈরিতে সাহায্য করছে। আপনারা সকলেই ফ্রান্সের দাসো এভিয়েশনের নাম শুনেছেন। আর ফ্রান্সের এই কোম্পানি ভারতের এই কাবেরী ইঞ্জিন তৈরির থ্রি-ডি (3D ) ডিজাইন মডেলিং ও  ইঞ্জিনিয়ারিং এর সাহায্য করছে । যাতে করে ভারত এই কাবেরী ইঞ্জিনকে আরো অ্যাডভান্স ও আরো শক্তিশালী করে তুলতে পারে।

আরো পড়ুন :- Good News : ভারতের AMCA ফাইটার জেট প্রজেক্টে যুক্ত হতে চায় ব্রিটেন

আপনাদের জানিয়ে রাখি ভারতের কাছে এই কাবেরী ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের যে আগামী এমকা ফাইটার জেট ও ড্রোন  আসতে চলেছে তাতে এই কাবেরী ইঞ্জিন লাগাতে চাইছে ভারত । যাতে করে বিশ্বের কোন দেশের উপর জেট ইঞ্জিনের জন্য নির্ভর না করতে হয় ভারতকে। ফলে ভারত সম্পূর্ণ স্বদেশী ভাবে যেকোনো ফাইটার জেট বা ড্রোনকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে রপ্তানি করতে পারবে।

আরো পড়ুন :- S-400 এর থেকেও খতরনাক যুদ্ধাস্ত্র ভারতকে অফার করলে ইজরায়েল। 

প্রিয় দর্শক ভারতের প্রতিরক্ষা গবেষকদের তৈরি এই কাবেরী ইঞ্জিন নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করুন।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন