কোন কোন ‘ট্রাম্প কার্ড’ হারিয়ে দিল ‘কমলা’ হ্যারিসকে ? 

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

trump and kamala-harris

Bangla News Dunia , Pallab : কোন কোন ফ্যাক্টর হারিয়ে দিল কমলা হ্যারিসকে ?

হাতে কম সময়:

জো বাইডেন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে যাওয়ার পরে কমলা হ্যারিস এসেছেন। মাত্র মাস চারেক সময় পেয়েছিলেন প্রচারের জন্য। বাইডেন সরে যাওয়ার পরে হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়েও নানা কথা হয়েছিল।

অভিবাসন নীতি নিয়ে অবস্থান:

অভিবাসন নীতি, অনুপ্রবেশ নিয়ে কমলা হ্যারিসের অবস্থান সাধারণ আমেরিকানদের পছন্দ হয়নি বলে মনে করা হচ্ছে। তুলনায় ট্রাম্পের অবস্থান অনেক বেশি চরমপন্থী, যা সাধারণ সাদা চামড়ার আমেরিকানদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

আগের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ:

বাইডেন প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস। ফলে গত প্রশাসনের উপর যা ক্ষোভ ছিল সেটাও অনেকটা প্রভাব ফেলেছে হ্যারিসের ব্যালটে। বাইডেনের তুলনায় কতটা আলাদা হতে পারবেন তিনি, এই বিষয়টিও বারবার প্রমাণ করতে হয়েছে কমলা হ্যারিসকে। সেখানেও ব্যর্থ হয়েছেন তিনি।

আরো পড়ুন :- দীঘার সমুদ্রে ওটা কি! বাংলাদেশ থেকে ভেসে এল রহস্যজনক বস্তু, তুমুল হইচই

টানা সমালোচনা কাল হল ?

আমেরিকার মেইনস্ট্রিম মিডিয়ার অধিকাংশ তাঁর বিরুদ্ধে প্রচার চালিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। বাস্তবেও ট্রাম্পের সমালোচনা দেখা গিয়েছে অধিকাংশ সংবাদমাধ্যমে। বিভিন্ন কমেডি শো-তেও ট্রাম্প বিরোধী নানা প্রচার হয়েছে। মনে করা হচ্ছে, সাধারণ জনমানসে এর বিরূপ প্রভাব পড়েছে। উল্টে সাধারণ ভোটারদের বড় অংশের সহানুভূতি পেয়েছেন তিনি। তার ধাক্কা খেয়েছেন কমলা হ্যারিস।

মাস্কের X:

ইলন মাস্ক খোলাখুলি সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই শিবিরেই ধনকুবের সমর্থক রয়েছে। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে মাস্কের সমর্থন আরও একটি বেশি সুবিধা দিয়েছে। মাস্কের X প্ল্যাটফর্ম ট্রাম্পের প্রচার এবং তাঁর ইমেজ তৈরিতে সাহায্য করেছে।

সংখ্যালঘু ভোটার:

সংখ্যালঘু ভোটারদের কাছেও হয়তো ট্রাম্প ম্যাজিক কাজ করেছে। আফ্রিকান-আমেরিকানদের সাধারণত ডেমোক্র্যাটদের ভোটার মনে করা হতো। কিন্তু আর্থিক দুরবস্থা নিয়ে ওই অংশের তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ ছিল। যা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন ট্রাম্প। নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সখ্য ট্রাম্পের ঝুলিতে ভারতীয় আমেরিকার ভোট ঢেলে দিয়েছে। সেখানেও পিছিয়ে পড়েছেন কমলা হ্যারিস।

মহিলা প্রেসিডেন্টে বিমুখ আমেরিকা ?

আমেরিকার ইতিহাসে এখনও কোনও মহিলা প্রেসিডেন্ট নেই। এর আগে ডেমোক্র্যাটদের হয়ে হিলারি ক্লিন্টন দাঁড়িয়েও হেরেছিলেন। এ বারও সেই একই পরিণতি হল কমলা হ্যারিসের। #End

আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন