কোন কোন দেশ আর্থিক মন্দার বিপদে পড়বে ? দেখুন বিস্তারিত তথ্য

Bangla News Dunia , পল্লব : নতুন বছরের শুরুতে দুঃসংবাদ শোনালেন IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। গত দুবছরের তুলয়ায় আরও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে গোটা বিশ্বকে। কারণ মন্দার মুখে পড়বে এই বছরে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ। চিনের কোভিড সমস্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতিতে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে শক্তিশালী দেশগুলি। প্রত্যক্ষভাবে না হলেও, নেতিবাচক প্রভাব পড়বে বিশ্বের একাধিক দেশে।

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

ধাক্কা খাবে আন্তর্জাতিক বৃদ্ধি, আগে থেকেই সেই ঘোষণা করেছিল আইএমএফ। গত বছর অক্টোবরেই সংস্থার তরফে বৃদ্ধির পূর্বাভাস করা হয়েছিল। ২০২১ সালে বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। পরের বছরে সেটা কমে ৩.২ শতাংশ হয়েছে। ২০২৩ সালে বৃদ্ধির হার কমে দাঁড়াবে ২.৭ শতাংশে। তবে আর্থিক মন্দা ও কোভিড অতিমারীর সময়ে আর্থিক বৃদ্ধির হার কমে গিয়েছিল।”

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

IMF প্রধান বলেন, “গত বছরের তুলনায় আর্থিক দুর্ভোগ আরও বাড়বে। অনুমান করা যায়, বিশ্বের এক তৃতীয়াংশই মন্দার কবলে পড়বে। তার কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চিনের আর্থিক বৃদ্ধির গতি একেবারে কমে যাবে। তার প্রভাব পড়বে সারা বিশ্বে। কিছু দেশ হয়তো সরাসরি মন্দার মুখে পড়বে না। কিন্তু সেখানকার মানুষের আর্থিক অবস্থার অবনতি হবে।”

আইএমএফ প্রধানের মতে, চলতি বছরেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। বরং যুদ্ধের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতে ধাক্কা খাবে আন্তর্জাতিক বাণিজ্য। অন্যদিকে, চিনে চোখ রাঙাচ্ছে কোভিড। নতুন ভ্যারিয়েন্টের দৌরাত্ম্যে প্রতিদিন সেদেশের হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !

মন্তব্য করুন