Bangla News Dunia, সমরেশ দাস : – যেটা বারবার করে বিশ্ব স্বাস্থ সংস্থা (World Health Organisation)মনে করছিলো যে আমেরিকা হয়তো কোরনা ভাইরাস এর ভরকেন্দ্র হয়ে উঠতে পারে, মনে হয় সেই দিকেই এগোচ্ছে । গতকাল মার্কিন যুক্তরাষ্টে একদিনে ১১৬৯ জন প্রাণ হারিয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে ।
এখনো পর্যন্ত সেখানে ৫ হাজার ৯৮৩ জন প্রাণ হারিয়েছে আর আক্রান্ত হয়েছে ২ লক্ষ্য ৪৫ হাজার এর বেশি মানুষ, খবর সূত্র বিবিসি ।
[ আরো পড়ুন :- ৯ মাসের অন্তঃসত্ত্বার শরীরে মিললো করোনা ]
সাংঘাতিক ভাইরাস এ নানান দেশ নানান রকম ব্যবস্থা নিয়েছে , এর মধ্যে লক ডাউন একটা পন্থা । এই দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ এখন এই পন্থা মেনে চলছে ও তারা বাড়িতেই আছে । সেখানে ঘন্টায় ঘন্টায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । সবথেকে বেশি প্রাণ হারিয়েছে নিউ ইয়র্ক শহরে, সেখানে প্রায় ২৫০০ জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন ।
ভাইরাস এর মোকাবিলা করার জন্য প্রশাসন সমস্ত মানুষ কে বাড়িতে থাকতে বলেছেন ও বাড়ির বাহিরে যেন অবশ্যই তারা মাস্ক ব্যবহার করেন ।
[ আরো পড়ুন :- করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো ! আক্রান্ত ১০ লাখ ]
বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ডেবোরাহ বার্ক্স বলেছেন, শিগগিরই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের সুরক্ষা নির্দেশনায় সবাইকে মাস্ক পরতে বলবে। তবে মাস্ক পড়া মানেই যে ভাইরাস এর থেকে পুরো মুক্তি তা কিন্তু মোটেই নয়, প্রধানত সবাই কে অবশ্যই বাড়ির মধ্যে থাকা জরুরি , সমস্ত সতর্কতা মেনে চলা হলো প্রধানত জরুরি ।