Bangla News Dunia, সমরেশ দাস :- যে ভাইরাস সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে , যার জন্য ক্ষুদ্র, ছোট, মাঝারি, বড় প্রায় সমস্ত শিল্প গুলোতে মন্দা নেমে এসেছে , বন্ধ হয়েছে উৎপাদন । সারা পৃথিবীর মানুষের এখন একটাই প্রার্থনা যে কবে এর থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব । আর এই ভাইরাস এর নামে যখন কোনো পানীয় নাম তখন মানুষ কি আর তা খেতে চায় ওই পানিয় , কখনোই নয় ।
[ আরো পড়ুন :- সমস্ত রকমের নতুন নিয়োগ ও নতুন প্রকল্প বন্ধের সিদ্ধান্ত রাজ্যের ]
হাঁ মেক্সিকো তে প্রস্তুত হওয়া CORONA বিয়ার এখন আর মানুষ খাচ্ছে না, নাম শুনলেই যেন হার হিম হবার মতো অবস্থা , সারা বিশ্বে কমেছে এর চাহিদা । তারপর লকডাউন , যার ফলে পানীয় প্রস্তুতকারকদের এক প্রকার মাথায় হাত । মক্সিকোতেও বাড়ছে কোরনা সংক্রমণ এর হার , আর মক্সিকো সরকার ইতিমধ্যে একমাত্র জরুরি ছাড়া সমস্ত উৎপাদন কে বন্ধ রাখতে বলেছে । তাই মেক্সিকান এই সংস্থা আপাতত ৩০শে এপ্রিল পর্যন্ত তাদের বিয়ার প্রস্তুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । মেক্সিকোর আরেক বিয়ার সংস্থা হেনিক্যান তারাও আপাতত বন্ধ রেখেছে তাদের বিয়ার তৈরী কারখানা । সরকারের অনুমতি পেলে তবেই আবার উৎপাদন শুরু করবে সংস্থা দুটি ।