Bangla News Dunia, অজয় দাস :- যার ভয় হয় অনেক সময় তাই হয়, এবারো তেমনটাই হলো। স্বয়ং কোয়ারেন্টাইনে থাকা কালীন যৌনমিলন লিপ্ত হলো বহু মানুষ। যার ফলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। ঘটনাটি ঘটেছে সুদূর অস্ট্রিলিয়ায়। অস্ট্রিলিয়ার মেলবোন শহরে কিছু হোটেলকে সরকারের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়। সেখানে মানুষকে কোয়ারেন্টাইন করা হয়।
মূলত করোনা ভাইরাসের জেরে মেলবোন প্রশাসন বাইরে থেকে আশা মানুষকে শহরে প্রবেশের পূর্বে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। তার জন্য মেলবোন প্রশাসনের তরফ থেকে সেখানকার কিছু হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। যেখানে মানুষকে নিজের টাকা খরচ করে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আর এতেই ঘটে বিপত্তি , সেখানে একদিনে ৩১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। যার ফলে সেখানকার প্রশাসন নড়েচড়ে বসে। খোঁজ নিয়ে জানা যায় ওই হোটেল গুলোতে অবাদে চলছে যৌনকর্ম। সেখানেকের এক সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায় , ওই হোটেল গুলোতে কোয়ারেন্টাইনে কোনো নিয়ম মানা হচ্ছে না।
সেখানকার করোনা আক্রান্তদের জিজ্ঞাসা করে জানা যায় যে।, তারা ১৪ দিনের অবসাদ মিটাবার জন্যই যৌনকর্মে লিপ্ত হয়েছেন। তারা আরো জানায় এর জন্য হোটেল প্রশাসন ও তাদের সাহায্য করেছেন। এছাড়া লক ডাউন চলার জন্য এলাকার বহু মানুষ কাজ হারিয়েছেন। আর তাই তারা এই হোটেলে থাকা অতিথিদের যৌন চাহিদা মিটাতে এই কাজে লিপ্ত হন।
এই ঘটনার পর মেলবোন শহরকে ১৪ দিনের জন্য আবার সম্পূর্ণ লক ডাউন করা হয়েছে এবং বাইরে থেকে কোনো মানুষ আশা ও নিষিদ্ব করেছে। এখন পর্যন্ত ওই শহরে ৭৩০ জন করোনা রোগী পাওয়া গেছে। অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং তিনি জানান যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন যে , করোনা সংক্রামণের জন্য যৌনমিলন খুবই ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় অন্য কোনো অপরিচিত ব্যাক্তির সাথে যৌনমিলনে লিপ্ত হওয়া খুবই ঝুঁকিপূর্ণ , এতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
Highlight :-
১. কোয়ারেন্টাইনে থাকা কালীন যৌনমিলন
২. একদিনে ৩১ জন করোনা আক্রান্ত
৩. অবসাদ কাটাতে যৌনমিলনে লিপ্ত হন মানুষ
#corona #banglanewsdunia #melbon #qurentine