কোয়ারেন্টাইনে থাকা কালীন রিয়া পাখির কামড় খেলেন ব্রাজিলের রাষ্ট্রপতি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- করোনা আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্তই ৭৬ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এমনকি ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ২১ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের অবস্থা খুবই খারাপ। তারই মধ্যে ব্রাজিলের রাষ্ট্রপতি ও করোনা পসিটিভ ধরা পড়েছেন।

কিছু দিন আগেই রাষ্ট্রপতি বলসোনারো একটি সাংবাদিক বিগপ্তিতে বলেন তিনি করোনা পসিটিভ। তিনি করোনা পসিটিভ হবার কারণে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিনি রাষ্ট্রপতি ভবনেই আছেন। তার সাথে কোনো মানুষের মেলা মেসা না থাকায় তিনি রাষ্ট্রপতি ভবনের পোষ প্রাণীদের সাথে ভাব জমাতে গেছিলেন। সেখানেই হয় বিপত্তি।

ব্রাজিলে উট পাখির মতো এক ধরণের পাখি দেখতে পাওয়া যায়। যেই পাখিকে স্থানীয় ভাষায় রিয়া বলা হয়। রাষ্ট্রপতি ভবনে আশা এই পাখিদের খাওয়াতে গিয়েই তার হাতে কামড়ে দেয় একটি রিয়া পাখি। তার পর থেকেই তার হাতে ব্যাথা শুরু হয়। ডাক্তাররা তার চিকিৎসা করেন এবং জানান তিনি এখন ভালো আছেন।

তার এই ঘটনার পর ব্রাজিলের অনেকেই হাসির ছলে বলেন এখন রাষ্ট্রপতি বলসোনারোর সময় ভালো যাচ্ছে না। তিনি করোনা পসিটিভ হওয়ায় রাষ্ট্রপতি ভবনেই ডাক্তারদের দেখাশোনায় তার চিকিৎসা চলছে।

Highlights:- 

১. করোনায় আক্রান্ত ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো

২. রিয়া পাখির কামড় খেলেন ব্রাজিলের রাষ্ট্রপতি 

৩. ব্রাজিলে এখন পর্যন্তই ২১ লাখ মানুষ করোনায় আক্রান্ত 

৪. ব্রাজিলে মৃতের সংখ্যা ৭৬ হাজার পার করেছে। 

#brazil #corona #bolsenaro #covid19

Bangla news dunia Desk

মন্তব্য করুন