Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। নিজের মুখে স্বীকার করেছেন খোদ মার্কিন রাষ্ট্রপতি। আর জো বাইডেন জানাতেই বিশ্বজুড়ে শোরগোল। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন তিনি ? কবে থেকে ক্যান্সারে ভুগছেন ‘সুপার পাওয়ার’ আমেরিকার প্রেসিডেন্ট ? প্রশ্ন ঘিরেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। বুধবার ম্যাসাচুসেটসের অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানান জো বাইডেন। তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়ে যায় নানা জল্পনা। বাধ্য হয়ে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে আসরে নামতে হয়েছে হোয়াইট হাউসকে। ত্বক ক্যান্সারের চিকিৎসার কথা বলেছেন প্রেসিডেন্ট। গত বছরের জানুয়ারিতে নির্বাচিত হওয়ার আগে এই রোগের চিকিৎসা করিয়েছেন তিনি।
বুধবার ম্যাসাচুসেটসের পুরনো কয়লা খনি এলাকায় যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তেল শোধনাগারের বর্জ্য নিষ্কাশনের ক্ষতিকর দিক সম্পর্কে বক্তব্য রাখেন তিনি। নিজের ছোটবেলার বাড়ি ডেলাওয়ারের উদাহরণ দেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, “ওই এলাকার তেল শোধনাগার গুলি থেকে প্রচুর বর্জ্য নিষ্কাশন হয়। তাই মা আমাদের বেশি ঘোরাঘুরি করতে দিতেন না। ওই অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে। ডেলাওয়ার আমেরিকার সর্বাধিক ক্যান্সার আক্রান্ত এলাকা বলে চিহ্নিত।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সামনে আসতেই একের পর এক ট্যুইটে ভরে ওঠে সোশাল মিডিয়া। প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রিপোর্ট পেতে হোয়াইট হাউসে ভিড় করেন দেশের তাবড় সংবাদ সংস্থার প্রতিনিধিরা। ছিলেন ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস-র সাংবাদিকরা। “ত্বক ক্যান্সারে ভুগছিলেন জো বাইডেন। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই সুস্থ হয়ে ওঠেন তিনি।”
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল